সোমবার বিকেলেই টালিগঞ্জ থানায় কলকাতা পুরসভার তরফে দুই নেটিজেনের প্রোফাইল দিয়ে অভিযোগ করা হয়েছিল। এর পরেই পুলিশ এই ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনের ৪৩ নম্বর ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (এ) এবং ৫০৫ (১) নম্বর ধারায় মামলা রুজু করে। কলকাতা পুরসভার অভিযোগে যে দু’জন নেটিজেনের নাম রয়েছে, তাঁদের লালবাজারে দেখা করতে ইতিমধ্যে মেলও পাঠানো হয়েছে। লালবাজারের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘কে এই ছবি তৈরি করেছেন, তা নিয়ে খোঁজ চলছে।’
সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে ইংরেজিতে ‘আই’ লিখে তার পরে ‘লাভ’ সাইন দিয়ে ওয়ার্ডের নম্বর উল্লেখ করে উজ্জ্বল আলোকিত ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে। কোথাও আবার দেখা যাচ্ছে বাংলায় লেখা ‘আমার ভালোবাসার’ পরে এলাকার নাম লেখা বোর্ড। এই উদ্যোগের পিছনে রয়েছেন কলকাতা পুরসভার কাউন্সিলাররা। শাসকদলের অধিকাংশ কাউন্সিলারের অভিযোগ, তাঁদের এই উদ্যোগকে রাজনৈতিক ভাবে ব্যঙ্গ করার উদ্দেশ্যেই ‘আই লাভ কেওড়াতলা মহাশ্মশান’ বলে ফেক ছবি তৈরি করে ছড়ানো হয়েছে।