Primary TET Recruitment : দীর্ঘ লড়াই, প্রাথমিকে নিয়োগের মুখে তরুণী – hooghly ananya sen going to get primary teacher recruitment according order of justice abhijit gangopadhyay


এই সময়: ২০১৪-এর টেটে উত্তীর্ণ হয়ে প্রায় এক দশক পর প্রাথমিকে শিক্ষকতার চাকরি পেতে চলেছেন হুগলির চন্দননগরের অনন্যা সেন। তার আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের গাফিলতি, অনিয়মের জেরে প্রবল হয়রানির শিকার হতে হয়েছে তাঁকে। হাইকোর্টে দু’দফায় মামলা করতে হয়েছে। শেষ পর্যন্ত মঙ্গলবার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চার সপ্তাহের মধ্যে অনন্যাকে শিক্ষিকা হিসেবে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন।

TET Scam : প্রাইমারি অ্যাপটিটিউড টেস্ট মামলা, মানিককে বুধেই হাজির করানোর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
নির্দেশ ঠিকঠাক পালন হলো কি না, তা জানতে ২০ জুন আদালতে রিপোর্ট পেশেরও পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২০১৪-র টেট-উত্তীর্ণদের মধ্যে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী হিসেবে অনন্যাকে ২০২১-র ১৬ জানুয়ারি ইন্টারভিউয়ে ডেকেছিল পর্ষদ। হাওড়ার নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছেও ইন্টারভিউ দেওয়া হয়নি অনন্যার।

TET Recruitment : প্রাথমিকে নিয়োগ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের
তাঁর ওবিসি শংসাপত্র নিয়ে প্রশ্ন তোলেন পর্ষদের আধিকারিকরা। অনন্যা জানান, তাঁর ওবিসি শংসাপত্রটি যে সময়ে চন্দনগরের এসডিও ইস্যু করেছিলেন, সে সময়ে শংসাপত্রে ওবিসি ‘এ’ বা ‘বি’ লেখার চলই ছিল না। সে রকম বিধি তৈরি হয়েছে পরে। তবে পর্ষদের আধিকারিকরা তাঁতি জাতি-পরিচয়ে ওবিসি-বি লেখা না-থাকায় অনন্যার ইন্টারভিউই নেননি। এমনকী সাধারণ ক্যাটেগরির প্রার্থী হিসেবে ইন্টারভিউ নেওয়ার আর্জিও অগ্রাহ্য হয়। পর্ষদে মেল করে, চিঠি দিয়ে, দেখা করতে চেয়েও সুরাহা মেলেনি।

Primary Teachers Recruitment : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের স্থগিতাদেশ
হাইকোর্টে মামলার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই পর্ষদ ইন্টারভিউ নিতে বাধ্য হয়। কিন্তু তার পর জানিয়ে দেয়, অনন্যার যা স্কোর, তাতে তিনি নিয়োগের যোগ্য বিবেচিত হননি। এর পর আরটিআই আবেদনের ভিত্তিতে এবং হাইকোর্টেরই অন্য একাধিক মামলার সূত্রে পর্ষদ প্রকাশিত নিয়োগ-তালিকা দেখে জানা যায়, অনন্যার চেয়ে ঢের কম স্কোরেও অনেকে চাকরি পেয়েছেন। ফের মামলা করতে হয় হাইকোর্টে। ইতিমধ্যে এক কন্যাসন্তানের মা অনন্যার স্বামী ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান।

Recruitment Scam : উড়ান সংস্থা থেকে দুর্নীতির উড়ানে কুন্তল
লড়াই আরও কঠিন হয়ে পড়ে তরুণীর। তবে সব সময়ে পাশে ছিলেন শ্বশুর-শাশুড়ি আর আইনজীবী রঘুনাথ চক্রবর্তী, মেহবুব আহমেদরা। মঙ্গলবার শুনানি-পর্বে নথিপত্র খতিয়ে দেখে পর্ষদের ভূমিকার প্রবল সমালোচনা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। চার সপ্তাহের মধ্যে অনন্যাকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *