Salman Khan: ‘তারকা বলে অপদস্থ করা যাবে না’, সাংবাদিক হেনস্থা মামলায় স্বস্তি সলমানের


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক গেরোয় ফেঁসে চলেছেন ভাইজান। সারা দেশে মুক্তি পাওয়া ‘ইন্ডিয়া কিসি কা ভাই কিসি কি জান’-এর পরও নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন সলমান খান। কখনও গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে খুনের হুমকি পাচ্ছেন অভিনেতা। যদিও মুম্বই পুলিস ২৪ ঘণ্টাই সালমনের নিরাপত্তায় কোনও ত্রুটি রাখেনি তবে তাঁর ভক্তরা তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিষ্ণোই বহুবার হুমকি দিয়েছেন যে, প্রয়াত পাঞ্জাবি-গায়ক সিধু মূসেওয়ালার মতোই পরিণতি হবে সলমানেরও।

আরও পড়ুন, Arnold Schwarzenegger: বেলচা হাতে পিচ দিয়ে রাস্তা সারাই করছেন হলিউড স্টার ‘টার্মিনেটর’ আর্নল্ড শোয়ার্জেনেগার?

তবে এতকিছুর মাঝেও কিছুটা স্বস্তি পেলেন ভাইজান। গত চার বছর ধরে তাঁর বিরুদ্ধে চলা এক মামলার নিষ্পত্তি হল আদালতে। সলমন খান এবং তাঁর দেহরক্ষী নওয়াজ় শেখের বিরুদ্ধে ওঠা হেনস্থার অভিযোগ খারিজ করে দিল‌ বম্বে হাইকোর্ট। সলমান খান এবং তাঁর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ দায়ের করেন সাংবাদিক অশোক পাণ্ডে। অশোকের দাবি, সে বছরের এপ্রিল মাসে সাইকেল চালিয়ে মুম্বইয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন সলমান। 

তাঁর ছবি তোলায় বিরক্ত হন কিসি কি ভাই কিসি কা জান- অভিনেতা। অভিযোগ অনুমতি না নিয়ে ছবি তোলায় সাংবাদিককে মারধরও করেন সলমানের দেহরক্ষী। কেড়ে নেন অশোক পাণ্ডের মোবাইল। মঙ্গলবার বম্বে হাইকোর্ট উল্লেখ করেছে, ম্যাজিস্ট্রেটের আদালত সমন জারির আগে প্রক্রিয়াগত নির্দেশ পালন করতে ব্যর্থ হয়েছে। তার বিস্তারিত নির্দেশে বলা হয়েছে, শুধুমাত্র অভিযুক্ত একজন বিখ্যাত ব্যক্তি বলে আইনের নিয়ম না মেনে বিচার প্রক্রিয়াকে অহেতুক হয়রানির উপায় হিসেবে দেখা উচিত নয়। একজন অভিনেতা হোন বা আইনজীবী, আদালতের বিচারপতি হোন বা অন্য কেউ, তাঁরও ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবনে অনুমতি ছাড়া নাক গলানো উচিত নয়।

আরও পড়ুন, China: ১৩০ কিমি সাইকেল চালিয়ে মায়ের নামে দিদার কাছে নালিশ জানাতে গেল শিশু…

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *