Sujata Mondal : ‘কামড়ে দিতে পারে…ওর জন্য চিন্তা হয়’, সৌমিত্রকে নিয়ে সুজাতা – sujata mondal targets husband saumitra khan


বাঁকুড়ার ওন্দায় দাঁড়িয়ে BJP সাংসদ সৌমিত্র খাঁকে তীব্র আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর মন্তব্যকে সমর্থন করে স্বামীকে (বিবাহ বিচ্ছেদ এখনও চূড়ান্ত হয়নি) তুলোধনা করছেন সুজাতা। সৌমিত্রকে ‘অতৃপ্ত আত্মা’ বলে কটাক্ষ তাঁর।

ঠিক কী বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

সৌমিত্র প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, “সুজাতা চলে এসেছে! বাড়ির লক্ষ্মী ধরে রাখতে পারে না, আবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আক্রমণ করছে।” এদিন সুজাতার প্রশংসা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee Saumitra Sujata: ‘যে ঘরের লক্ষ্মী ধরে রাখতে পারে না…’, সৌমিত্রকে বেনজির আক্রমণ অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে সমর্থন করে এবার সৌমিত্রের বিরুদ্ধে সরব হলেন সুজাতা। তিনি বলেন, “এটা অত্যন্ত সত্য কথা। মহিলারাই সমাজকে ধরে রাখে। নারীরাই সন্তানদের পৃথিবীর আলো দেখায়। আজ বাংলা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপমান, অবহেলা সহ্য করে রাত সাড়ে তিনটের সময় বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম। আমি তাঁর সাংসদ পদের জন্য দীর্ঘদিন লড়াই করেছিলাম। কিন্তু, আক্ষেপ তাঁর লোকসভার মানুষরা সাংসদকে কাছে পান না।”

Abhishek Banerjee-Soumitra Khan : ‘আলিবাবা ৪০ চোরকে নিয়ে আসছে…’, অভিষেককে কটাক্ষ BJP সাংসদের
পাশাপাশি সৌমিত্রকে তোপ দেগে তিনি বলেন, “আমি ওকে নিয়ে চিন্তিত।কারণ পাগল হয়ে গিয়েছে। যে কোনওদিন কাউকে কামড়ে দিতে পারে। আমরা চাই স্বাস্থ্য সাথী কার্ডে ওর চিকিৎসা হোক। ওর সুস্থতা কামনা করি।”

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পালটা সরব হয়েছেন সৌমিত্র খাঁও। তিনি সুজাতা প্রসঙ্গে বলেন, “আপদ বিদেয় হয়েছে।” পাশাপাশি অভিষেক-পত্নী রুজিরাকেও নিশানা করেন তিনি।

Abhishek Banerjee : ‘মানুষ যাঁকে সার্টিফিকেট দেবে তাঁকে প্রার্থী করবে তৃণমূল’, সাফ জানালেন অভিষেক
তাৎপর্যপূর্ণভাবে, একুশের নির্বাচনের ঠিক আগে তৃণমূলে যোগদান করেছিলেন BJP সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল। সেই সময় সংবাদ মাধ্যমের সামনে হাপুস নয়নে কেঁদেছিলেন সৌমিত্র। এদিকে স্বামীর থেকে প্রথমে বিচ্ছেদ চাননি সুজাতা।

পরে তাঁদের সম্পর্কে এসেছে তিক্ততা। বিবাহ বর্হিভূত সম্পর্কে লিপ্ত ছিলেন সৌমিত্র, এই অভিযোগও তুলেছেন সুজাতা। তিনি দাবি করেছিলেন, “আমার সঙ্গে থাকাকালীন শিলিগুড়ির এক নেতার স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল ও।” যদিও সুজাতার এই আক্রমণ নিয়ে সেভাবে কোনও মন্তব্য করেননি সৌমিত্র।

Sukanta Majumdar : ‘জাতীয় দল ছিল না, সেজে ছিল…’, তৃণমূলকে কটাক্ষ সুকান্তের
তবে সম্প্রতি অতীতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “জীবন কারও জন্য থেমে থাকে না।” তাঁর এই মন্তব্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছিল। তাঁদের বিবাহ বিচ্ছেদ মামলার একেবারে শেষ পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, সুজাতা জানিয়েছিলেন, তাঁর জীবনে এসেছে নতুন বসন্ত। নতুন করে জীবন গুছিয়ে নিতে চাইছেন তিনি। বসতে চলেছেন বিয়ের পিঁড়িতেও। যদিও পাত্রের নাম এখনও ঘোষণা করেননি তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *