Suri Hospital: সিউড়ি সদর হাসপাতালে সুপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দায়িত্ব সামলাচ্ছেন অন্য চিকিৎসক – complains raised against suri super specialty hospital super


এক হাসপাতালে দুই সুপার। সিউড়ি সদর হাসপাতালে ব্যাপক শোরগোল। সুপার উপস্থিত থাকা সত্ত্বেও সুপারের জায়গায় সই করছেন অন্য চিকিৎসক। এমনকি দুটি পৃথক কাগজে দেখা যাচ্ছে একই দিনে সুপারের ভূমিকায় আলাদা দুটি সই। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। সিউড়ি সদর হাসপাতালে সুপারকে ঘিরে উঠছে গুরুতর অভিযোগ। অভিযোগ, একজন সুপার থাকা সত্ত্বেও অন্য আরেকজন সুপার হয়ে নির্দেশ জারি করছে। যা নিয়েই বিভ্রান্ত সৃষ্টি হয়েছে হাসপাতালের কর্মী থেকে শুরু করে চিকিৎসকদের মধ্যে।

চিকিৎসক সংগঠন আই এম এর কনভেনার ডক্টর দেবাশীষ দেবাংশী জানান, “সিউড়ি সদর হাসপাতালের সুপার নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন কাজ করছেন। যার জন্য ক্ষুব্ধ চিকিৎসকরা ।” নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, “জাতীয় স্বাস্থ্য পরিষেবার নিরিখে সিউড়ি সদর হাসপাতাল রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছিল।”

Bidhannagar Sub Divisional Hospital : বিধাননগরের মুকুটে নয়া পালক, মহকুমা হাসপাতালেও সফল মাইক্রো সার্জারি!

এবার এই হাসপাতালের মানোন্নয়নের জন্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফ থেকে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। তবে বিগত দিনে কেন্দ্রীয় কায়াকল্প প্রকল্পে যে তৃতীয় স্থান অধিকার করেছিল এই হাসপাতাল তা শুধুমাত্র এর আগের সুপার শোভন দে-এর জন্য। কিন্তু, তার কৃতিত্ব পুরোটাই নিয়েছেন বর্তমান সুপার নীলাঞ্জন মণ্ডল বলে দাবি হাসপাতালের চিকিৎসকদের একাংশের।

এখানেই শেষ নয়, হাসপাতালের সুপারের বিরুদ্ধে অভিযোগের তালিকা অনেক লম্বা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে সন্ধ্যা গড়ালেও অধিকাংশ দিনই বর্তমান সুপার নীলাঞ্জন মণ্ডল একবারও হাসপাতালে রাউন্ড দেন না । এমনকি কোন কোন ক্ষেত্রে রোগীর আত্মীয়রা তার দপ্তরে গেলেও তাকে পান না । কারণ তিনি থাকেনই না দফতরে। স্বাভাবিকভাবেই তিনি না থাকায় তাঁর পরিবর্তে চিকিৎসকদের নির্দেশ নামায় স্বাক্ষর করেন চিকিৎসক সুব্রত গড়াই ।

Balurghat News : বালুরঘাটে মৃত্যু অন্তঃসত্ত্বার, পরিবারের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের

প্রসঙ্গত কর্তব্যে অবহেলার জন্য সিউড়ি সদর হাসপাতালে সুপার নীলাঞ্জন মণ্ডলকে এর আগে শোকজ করেছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। চিকিৎসক দেবাশীষ দেবাংশী অভিযোগ, “গত ১৫ মার্চ একই দিনে সদর হাসপাতালের বিভিন্ন কাগজে সই করেন দুজন কর্মরত সুপার। একজন বর্তমান সুপার নীলাঞ্জন মন্ডল ও অপরজন ডাঃ সুব্রত গড়াই।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি বলেন, “সুপার ছুটিতে থাকলে তার চার্জ দেওয়া যে কোনও চিকিৎসক তার হয়ে সই করতে পারেন তবে অন্য কিছু হয়ে থাকলে তা সুপার নিজেই বলতে পারবেন।” যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে সিউড়ি সদর হাসপাতালে সুপার নীলাঞ্জন মন্ডল বলেন, “এটা সম্পূর্ণভাবে হাসপাতালের অভ্যন্তরীন প্রশাসনিক বিষয় । অভিযোগ যিনি করছেন আমার থেকে ভালো তিনি এই বিষয়টা বলতে পারবেন । তবে এটুকু বলতে পারি যা হচ্ছে তা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম মেনেই হচ্ছে।”

Tamralipta Medical College and Hospital : চিকিৎসায় গাফিলতিতে একরত্তির মৃত্যুর অভিযোগ, তুমুল বিক্ষোভ তাম্রলিপ্ত হাসপাতালে

এ প্রসঙ্গে চিকিৎসক দেবাশীষ দেবাংশী জানান, “হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা তার কাছে অভিযোগ জানাচ্ছেন। সুপার স্বাস্থ্য দফতরের কোন নিয়ম না মেনেই নিজের শাসন চালাচ্ছেন হাসপাতালে। এছাড়াও অধিকাংশ সময়েই অফিসে থাকছেন না তিনি। এছাড়াও তিনি হাসপাতাল চত্বরে থাকা সত্ত্বেও সুপারের জায়গায় স্বাক্ষর করছেন অন্য একজন চিকিৎসক। আবার ময়নাতদন্তের জন্য চিকিৎসক থাকলেও অধিকাংশ দিন বিকেল তিনটের সময় নিজেই ময়নাতদন্ত করতে যাচ্ছেন সুপার ।”

Dakshin 24 Pargana : স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে গোরুর অবাধ যাতায়াত, বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা

বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিকাশ রায়চৌধুরী। তিনি বলেন, “আমি জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এ বিষয়টা দেখতে বলব। তবে নিজের দায়িত্ব সকলকেই পালন করতে হবে। হাসপাতালের পরিষেবা নিয়ে ছিনিমিনি খেলবে তা হয় না। মাসের ১ তারিখে মাইনেটা নিয়ে ডিউটি না করে বাড়িতে বসে থাকবেন বা দপ্তরে না থেকে অন্য কোথাও আড্ডা মারবেন তা হবে না। প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *