Uttar 24 Pargana : ১৫ বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, ৪ বছর পর অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড – barasat court gave life imprisonment to the youth who harassed a minor girl 4 years ago


West Bengal News : ১৫ বছরের এক নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল। আর চার বছর পর বিচার শেষে, অভিযুক্তর সাজা ঘোষণা করল বারাসত আদালত। এদিন বারাসত আদালতের স্পেশাল পক্সো আদালতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আমিরুল আলিকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়।

Dakshin 24 Pargana : বাড়ি ফাঁকা থাকার সুযোগ! জল খাওয়ার অছিলায় বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগ
এই বিষয়ে সরকার পক্ষের আইনজীবী জানান, “২০১৯ সালের ১৬ই মে সন্ধ্যেবেলায় দত্তপুকুর থানার পাওয়ার হাউস বাংলো এলাকায় ঘটে ওই নাবালিকাকে ধর্ষণের ঘটনা। দীর্ঘদিন ধরেই যুবকের যৌন লালসা ছিল নাবালিকা ওই মেয়েটির উপর। নাবালিকার বয়স তখন ছিল ১৪ বছর ১০ মাস।

Calcutta High court : মায়ের জীবনরক্ষায় নাবালিকার গর্ভপাতের আর্জিতে না কোর্টের
সেই সময় সন্ধ্যেবেলা বাড়ির সামনেই রাস্তায় হাঁটছিলেন ওই নাবালিকা। সুযোগ বুঝে অভিযুক্ত আমিরুল মুখ চেপে ধরে তাকে টেনে নিয়ে যায় পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে নৃশংস ভাবে ধর্ষণ করা হয় ওই নাবালিকাকে। যন্ত্রণায় কাতরাতে থাকে সে। সাহায্য চাওয়ার ক্ষমতাটুকুও ছিল না ওই নাবালিকার”।

Jhargram News : নাবালিকা প্রেমিকাকে নিয়ে উধাও যুবক! ছেলের অপকর্মে শ্রীঘরে বাবা
সরকারি আইনজীবী আরও বলেন, “ওই সময় রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারায় সে। পরবর্তী সময়ে কোনোক্রমে বাড়ি পৌঁছয় ওই নাবালিকা। এরপরই তাঁর বাবা মাকে গোটা পরিস্থিতির কথা জানায় সে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবক আমিরুল আলিকে”।

Hooghly News : মুখে স্প্রে দিয়ে অচৈতন্য অবস্থায় যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ৩ যুবক
এরপরই চলতে থাকে বিচার। করোনা মহামারির কারণে মাঝে দু’বছর আদালত বন্ধ থাকায় কিছুটা হলেও ব্যাঘাত ঘটে বিচার প্রক্রিয়ায়। অবশেষে চার বছরের মাথায় এদিন রায় ঘোষণা করল আদালত। যাবজ্জীবন সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের অতিরিক্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আমিরুলকে।

Nadia News : জমিতে বাঁশের খুঁটি পোঁতা নিয়ে বিবাদ, প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে জখম ৫
ওই অভিযুক্তর সাজা ঘোষণা হওয়ায় বিচার পেল নির্যাতিতা, এমনটাই মনে করছেন ওই নাবালিকার পরিবার থেকে পরিজনেরা। নির্যাতিতা নাবালিকার পরিবারের এক সদস্য জানান, “আমাদের বাড়ির মেয়েকে যথেষ্ট বাজে ভাবে ধর্ষণ করা হয়। ওই দিন থেকেই খুবই অসুস্থ হয়ে পড়ে আমাদের মেয়ে।

Alipurduar News : নেশাগ্রস্ত অবস্থায় কিশোরীকে ধর্ষণ নাবালকের! গর্ভবতী পঞ্চম শ্রেণির ছাত্রী
শারীরিক ও মানসিক দিক দিয়ে আবার আগের অবস্থায় ফিরে যেতে বেশ অনেকদিন সময় লেগে গিয়েছিল। আমিরুল নামের ওই ছেলেটির অনেকদিন ধরেই আমাদের বাড়ির মেয়েটির ওপরে নজর ছিল। বেশ কয়েকবার কু-প্রস্তাবও দিয়েছিল আমিরুল। কিন্তু আমাদের বাড়ির মেয়ে রাজি হয়নি, আমিরুলকে গুরুত্ব দেয়নি।

কিন্তু তার বদলা যে আমিরুল এভাবে নেবে তা আমরা কোনোদিনই ভাবতে পারিনি। মেয়ে বাড়িতে এসে সব কিছু খুলে বলার পরেই আমরা পুলিশে গিয়ে অভিযোগ দায়ের করি। আজ আমরা এই রায়ে সত্যিই খুশি”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *