Vidyasagar University : ABVP ও TMCP-র মধ্যে সংঘর্ষে উত্তাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আটক দুই পক্ষের ৬ – abvp and tmcp clash at vidyasagar university


West Bengal News : তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে। সংঘর্ষের ঘটনায় ১০ জন ABVP কর্মী আহত হয়েছেন বলে খবর। এদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি পক্ষের ছয়জন কর্মীকে আটক করেছে পুলিশ। দফায় দফায় উত্তেজনা ছড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ে চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, বুধবার একাধিক দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অভিযান কর্মসূচি নেয় ABVP নেতৃত্ব। ABVP-র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অভিযানকে কেন্দ্র করেই চূড়ান্ত অশান্তি সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবিভিপি কর্মীরা।

SFI DYFI Agitation: বারাসতে বাম ছাত্র-যুবদের জেলা পরিষদ অভিযানে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের
সংঘর্ষে ১০ জন ABVP কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামলাতে গিয়ে ছয়জনকে আটক করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ, জাতীয় শিক্ষানীতি চালু সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযানে ডাক দিয়েছিল ABVP কর্মীরা।

অভিযানের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে ছিল উত্তেজনা। অভিযোগ, প্রথমে বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। সেই সময় ABVP কর্মীদের বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুপক্ষ।

এরপর ক্রমেই বাড়তে থাকি উত্তেজনা। এক সময় ধাক্কা দিয়ে ABVP কর্মীদের বের করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের গেট থেকে। লাঠি-সোটা নিয়েও ABVP কর্মীদের তাড়া করা হয় বলে অভিযোগ। অন্যদিকে, বাইরে থেকে লোক নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকানো হচ্ছিল বলে ABVP-র বিরুদ্ধে অভিযোগ করা হয়।

SFI DYFI Agitation : বারাসতে বাম ছাত্র-যুবদের মিছিল ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার ১০
এবিভিপি কর্মীদের দাবি, তাঁদেরকে ব্যাপক হারে মারধর করেছে TMCP-র কর্মীরা। ঘটনায় জখম হন ১০ জন ABVP কর্মী। এর মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

এক ABVP কর্মী সংগীত ভট্টাচার্য্য বলেন, “আমাদের একাধিক কার্যকর্তার উপর আক্রমণ করেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানাব।” অন্যদিকে, TMCP-র পক্ষ থেকে সুরজিৎ দাস বলেন, “ভাড়া করে বাইরে থেকে ছেলে এনে জোর করে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা হয়েছিল। সিকিউরিটি সেটা আটকে দিয়েছে। আমরা কোনও ঝামেলার মধ্যে নেই।”

Uttar 24 Pargana : তোলাবাজির অভিযোগে অটো চালককে বেধড়ক মার, গ্রেফতার ২ তৃণমূল কর্মী
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আটক করা হয় দুপক্ষের ৬ জনকে। যদিও হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দলের ছাত্র সংগঠন। বুধবার বেলায় দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। যদি এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশ্ববিদ্যালয়ের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *