West Bengal Mid Day Meal : মিড ডে মিলে ১০০ কোটির দুর্নীতি? মুখ খুললেন ব্রাত্য বসু – bratya basu reacts on centre allegation of misuse of midday meal fund in west bengal


রাজ্যের মিড ডে মিলে (Mid Day Meal) ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন ব্রাত্য বসু (Bratya Basu)। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বাংলার মিড ডে মিলের পরিসংখ্যানে গরমিল পাওয়া গিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রীর কথায়, “এটা কেন্দ্রের দ্বিচারী মনোভাব।” রাজ্যের প্রতিনিধিকে না জানিয়েই এই রিপোর্ট কেন্দ্রের কাছে জমা করা হয়েছে বলে মন্তব্য ব্রাত্য বসুর।

Mid Day Meal : রাজ্যে মিড ডে মিলে ১০০ কোটির দুর্নীতির অভিযোগ! চাঞ্চল্যকর রিপোর্ট পেশ কেন্দ্রের
কেন্দ্রের প্রকাশিত রিপোর্টের খবর সামনে আসতেই ফুঁসে ওঠেন ব্রাত্য বসু। একটি বিবৃতি দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, “জয়েন্ট রিভিউ মিশন রাজ্য সরকারের একমাত্র প্রতিনিধি, কুকড মিড ডে মিলের সই ছাড়াই এই রিপোর্টটি জমা দিয়েছে। সেই রিপোর্ট যদি রাজ্য সরকারের প্রতিনিধিকে দেখানো পর্যন্ত না হয়, তাহলে জয়েন্ট রিভিউ মিশিন অর্থাৎ যৌথ পর্যালোচনা কমিটির ‘যৌথ’তা কোথায় রইল?” শিক্ষামন্ত্রীর স্পষ্ট বার্তা, রাজ্য সরকারের বক্তব্য এই রিপোর্টে যথাযথভাবে স্থান পায়নি।

ব্রাত্য বসুর প্রশ্ন, “এই লুকোচুরি খেলার কী উদ্দেশ্যে? যদি না এক মধ্যে কেন্দ্রীয় সরকারের অন্য কোনও অভিসন্ধি থাকে?

Mid Day Meal : মিড ডে মিলের চালে পোকা! কুলতলির স্কুলে বাসিন্দাদের বিক্ষোভ
তবে পরিসংখ্যানগত হিসেবে গরমিল নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। ব্রাত্য বসুর কথায়, “প্রচুর তথ্য এবং সংখ্যা আছে, যা যাচাই না করে প্রতিক্রিয়া দেওয়া অসম্ভব।”

ব্রাত্য বসু আরও বলেন, “CAG ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত তাদের অডিট সম্পূর্ণ করেছে। যার মধ্যে এই ধরণের কোনও প্রতিক্রিয়া আমরা পাইনি। আমরা জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টটা পাই বা না পাই , বিশদে এর জবাব পাঠাব।” শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারতের মোট ১২ কোটি ছাত্রছাত্রীদের মধ্যে ১.২ কোটি ছাত্রছাত্রী মিড ডে মিলের পরিষেবা পায়। যার অডিট রাজ্যজুড়ে করেছে CAG। কাজেই তাদের রিপোর্টের অপেক্ষায় থাকা যাক।”

উল্লেখ্য, বুধবারই সামনে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। শিক্ষা মন্ত্রকের তরফে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, গতবছর মাত্র ছয় মাসেই অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গের মিড ডে মিলে। গতবছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ১৬ কোটি মিড ডে মিল বেশি দেখিয়েছে রাজ্য। কেন্দ্রকে পেশ করা শিক্ষা মন্ত্রকের বিশেষ প্যানেলের রিপোর্ট বলছে, গতবছর প্রথম দুই অর্থবর্ষে রাজ্যের তরফে ১৪০ কোটি ২৫ লাখ মিড ডে মিলের রিপোর্ট পেশ করা হয়। কেন্দ্রকে পেশ করা শিক্ষা মন্ত্রকের বিশেষ প্যানেলের রিপোর্ট বলছে, গতবছর প্রথম দুই অর্থবর্ষে রাজ্যের তরফে ১৪০ কোটি ২৫ লাখ মিড ডে মিলের রিপোর্ট পেশ করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *