‘দিল্লির কাছে ভিক্ষা চাইতে যাব না, আপনারা পাশে থাকুন’ Mamata Banerjee inaugurates a new auditorium in Alipur


প্রবীর চক্রবর্তী: ‘দিল্লি আমাদের অনেক টাকা আটকে রেখেছে’। কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। বললেন, ‘আমরা ভাঙব না। দিল্লির কাছে ভিক্ষা চাইতে যাব না। আপনারা পাশে থাকুন। চালিয়ে নেব’।

সামনেই পয়লা বৈশাখ। বাংলা নববর্ষে আগে আরও একটি অডিটোরিয়াম পেল কলকাতা। দেখতে শঙ্খের মতো! এদিন আলিপুর ধনধান্যে অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। 

 

মুখ্যমন্ত্রী বলেন, ‘মানুষ যেন আমাদের ভুল না বোঝেন, অনেক সময়ই অর্থ পারমিট করেন না। দিল্লি আমাদের অনেক টাকা আটকে রেখেছে। শুনেছি ২০২৪-র আগে দেবে’। এরপরই তাঁর বার্তা, ‘আমরা ভাঙব না। দিল্লির কাছে ভিক্ষা চাইতে যাব না। চালিয়ে নেব। আমরা পাশে থাকুন। আমরা ভাঙব না। আমার কারও চাকরি খাব না। আমরা দেশের ইতিহাস ভুলিয়ে দেব না’।

২০১৮ সালে আলিপুরে এই অডিটোরিয়াম তৈরির কাজ শুরু করে পূ্র্ত দফতর। প্রকল্পের শিলান্যাসের সময়েও চূড়ান্ত হয়ে গিয়েছিল নামও! মুখ্যমন্ত্রী নিজে অডিটোরিয়ামটি নাম দেন ‘ধনধান্য’। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *