মৌমিতা চক্রবর্তী: রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তাহলে নন্দীগ্রামে কেন প্রার্থীদের নাম জানিয়ে দেওয়া হল? রীতিমতো ক্ষুদ্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয়ভাবেই প্রার্থীদের নাম ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হল বৈঠকে। সূত্রের খবর তেমনই।
রাজ্যের বেশিরভাগই পঞ্চায়েতের মেয়াদই শেষের মুখে। ভোট কবে? মামলা খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। ফলে আইনি বাধা না থাকলেও ভোটের দিনক্ষণ কিন্তু জানানো হয়নি।
এদিকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর পঞ্চায়েতে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। ১৫ আসনের পঞ্চায়েতে ১৪টিতেই প্রার্থী দিয়েছে গেরুয়াশিবির। কেন আগাম প্রার্থী ঘোষণা? দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘পঞ্চায়েত নিয়ে আমরা বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করেছি। প্রার্থীদের বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। কর্মীদের নাম ইতিমধ্যেই আমাদের কাছে চলে এসেছে’।
আরও পড়ুন: Governor CV Ananda Bose: বাঙালি হওয়ার পথে পা! নববর্ষে বাংলায় ভাষণ দেবেন রাজ্যপাল
এদিন পঞ্চায়েত ভোটের রণকৌশল ঠিক করতে দলের রাজ্য নেতৃত্বের বৈঠক করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, বৈঠকে জানতে চাওয়া হয়, ২০১৮ সালে যাঁরা প্রার্থী হয়েছিলেন, তাঁদের অনেকেই কেন বসে গিয়েছেন? দলের সঙ্গে যোগাযোগ রাখেননি? শুধু তাই নয়, নন্দীগ্রামে ঘোষিত প্রার্থীতালিকাও সিলমোহর দিল না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।