বাঙালি হওয়ার পথে পা! নববর্ষে বাংলায় ভাষণ দেবেন রাজ্যপাল Governor CV Ananda Bose to deliver speech in Bengali in programme at Raj Bhawan


শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: সরস্বতী পুজোয় হাতেখড়ি। এ বছর নববর্ষেই বাঙালি হওয়ার পথে পা রাখছেন রাজ্যপাল! কীভাবে? পয়লা বৈশাখ রাজভবনে এক অনুষ্ঠান বাংলার ভাষণ দেবেন সিভি আনন্দ বোস। সূত্রের খবর তেমনই। 

পদবি ‘বোস’ হলেও রাজ্যপাল কিন্তু বাঙালি নন। কেরলের কোট্টায়ামে জন্ম সিভি আনন্দ বোসের। তাহলে? পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর একাধিকবার বাংলার শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন একাধিকবার। তাঁর মতে, ‘যেখানেই কাজ করি না কেন, স্থানীয় ভাষা শেখা জরুরি। তাতে সাধারণ মানুষের উপকার হয়’।

সরস্বতী পুজোর দিনে হাতেখড়ি অনুষ্ঠান হয় রাজভবনে। রাজ্যপালকে ‘অ-আ’ লেখায় দিয়াসিনি রায় নামে এক শিশু। শুধু তাই নয়, সরকারি স্কুলের এক শিক্ষক এখন তাঁকে নিয়মিত বাংলা শেখাচ্ছেন বলে খবর। এবার ইংরেজি ছেড়ে বাংলায় ভাষণও দেবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল!

আরও পড়ুন: Poorest CM Mamata: ‘গরিব’ মমতায় মাত দেশ, আচমকাই নেটপাড়ায় ট্রেন্ডিং #ProudOfYouDidi…

শনিবার বাংলা নববর্ষ। সেদিন বাঙালি সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে রাজভবনে। সেই অনুষ্ঠানে বাংলার ভাষণ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *