Abhishek Banerjee: বিজেপি বিধায়কের স্ত্রীয়ের নামে আবাস যোজনার বাড়ি! অভিষেকের মন্তব্যে জবাব নেতার – bjp mla dibakar gharami replied to abhishek banerjee comment


বুধবার বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে একটি দলীয় কর্মীসভায় যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সেখানে যোগদান করে রীতিমতো কেন্দ্রের সরকারকে তুলোধনা করার পাশাপাশি নাম করে বাঁকুড়ার বিজেপি পরিচালিত জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত সিট এবং সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নাম করে আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।Abhishek Banerjee: ২০১৮-র পুনরাবৃত্তি নয়, গোষ্ঠী কোন্দলে কোচবিহারের দুই বড় নেতার ‘চাকরি নট’-এর হুঁশিয়ারি অভিষেকের

খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়েঅভিষেক বন্দ্যোপাধ্যায়বলেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান সুশান্ত সিটের বাবার নামে এবং সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি স্ত্রী’র নামে আবাস যোজনায় বাড়ি এসেছে। এই স্তরের জনপ্রতিনিধি হওয়ার সত্বেও কিভাবে স্বজনপোষণ হয় সেও নিয়েও তিনি প্রশ্ন তুললেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক পরের দিন তাঁর এই মন্তব্যকে নিয়ে নিয়ে সারা বাঁকুড়া জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

Abhishek Banerjee Saumitra Sujata: ‘যে ঘরের লক্ষ্মী ধরে রাখতে পারে না…’, সৌমিত্রকে বেনজির আক্রমণ অভিষেকের

বিজেপি পরিচালিত জগদল্লা ১ নম্বর পঞ্চায়েতের প্রধান সুশান্ত সিটের দাবি,”অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় জানেন না ২০১৮ সালের সার্ভে রিপোর্ট আমার বাবার নামে বাড়ি এসেছে, তখন আমি একজন ড্রাইভার ছিলাম পঞ্চায়েত প্রধান ছিলাম না।” পঞ্চায়েত প্রধানের এই ধরনের মন্তব্যে পাল্টা সুর চড়িয়েছেন জগদল্লা ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমনাথ চৌধুরী,তিনি বলেন ”পঞ্চায়েত প্রধান সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন,২০১৮ সালের ঘটনা নয় এটা উনি নতুন করে নিজের বাবার নাম ঢুকিয়েছেন।”

Suvendu Adikari: ‘মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা শুভেন্দুর একার দ্বারা হবে না…’, জনতার সমর্থন আবেদন বিরোধী নেতার

অপরদিকে, সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী যার বিরুদ্ধেও অভিযোগ এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পালটা তীব্র আক্রমণ বিজেপি বিধায়কের। তিনি বলেন, ”যিনি আমার বিরুদ্ধে এই কথা বলে গিয়েছেন। তিনি একজন সোনা চোরের স্বামী তার মুখে এই বড় বড় কথা মানায় না, ২০১৮ সালের সার্ভে রিপোর্টে এই বাড়ি এসেছে তখন আমি বিধায়ক ছিলাম না। আমাদের কোনও সাংসদ ছিল না, আর যেইদিন আমার স্ত্রীর নামে বাড়ি এসেছে সেই দিনই জেলা শাসক এবং বিডিও সাহেবক চিঠির মাধ্যমে সেই বাড়ি বাতিলের জন্য আবেদন জানিয়েছি।”

Abhishek Banerjee: ‘দাদা আমার কথাটা একবার শুনুন’, মহিলার কাতর আবেদন শুনেই ব্যবস্থা নিলেন অভিষেক

পঞ্চায়েত ভোটের পূর্বে জেলাতে শাসক বিরোধী চাপানোতর সারা জেলা জুড়ে রাজনৈতিকভাবে ব্যাপক প্রভাব ফেলবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ,আর সেই জল্পনাকে উসকে দিয়ে গেলেন খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *