Agnimitra Paul : গ্রেফতারির আশঙ্কায় আদালতে অগ্নিমিত্রা! পুলিশের থেকে তদন্ত রিপোর্ট চাইল হাইকোর্ট – bjp mla agnimitra pauls appeals to kolkata high court for protection on a hate speech case


West Bengal BJP : রক্ষাকবচ চেয়ে বৃহস্পতিবারই আদালতের দ্বারস্থ হন আসানসোল দক্ষিণেরবিজেপিবিধায়ক অগ্নিমিত্রা পল। বিজেপি নেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল, গ্রেফতারির আশঙ্কা থেকেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার সেই মামলার শুনানির পর অগ্নিমিত্রার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কেস ডায়েরি তলব করল আদালত। ২৪ এপ্রিল আদালতে কেস ডায়েরি জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে বিচারপিত রাজাশেখর মান্থার বেঞ্চ। এর পাশাপাশি পুলিশকে তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Agnimitra Paul : ‘কপালে দুঃখ আছে’, বিষ্ণুপুরে থানার IC-কে ‘হুমকি’ অগ্নিমিত্রার!
আদালতে শুনানি চলাকালীন এদিন সরকারি আইনজীবী জানিয়েছেন, এই মুহূর্তে ঘটনার তদন্তে কোনওভাবেই বিজেপি বিধায়ককে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে মনে করছে না পুলিশ। এই ঘটনার সূত্রপাত ৭ এপ্রিল। সেদিন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় ডেপুটেশন দিতে যাওয়ার সময় পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অগ্নিমিত্রার বিরুদ্ধে।

এমনকী অগ্নিমিত্রার বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। এদিন শুনানির সময় আদালতে বিজেপি বিধায়কের আইনজীবী জানিয়েছেন, অগ্নিমিত্রা যে বক্তব্য রেখেছেন তা বিচার করে আদালত দেখুক যে সেই বক্তব্যের মধ্যে কোথায় ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে।

Recruitment Scam : টাকা নিয়ে চাকরিতে, দীপক জানাকে নিয়ে অনুসন্ধানে সিবিআই
অগ্নিমিত্রার আইজীবীর বক্তব্যে পলটা সরকারি আইনজীবী বলেন, সম্প্রীতি রক্ষার জন্য যা যা করার দরকার ছিল তা করেছে। আদালতের রিপোর্ট পেশ করতে পুলিশ খানিক সময় চায়। শুনানি শেষে আদালক পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ার পাশাপাশি বিস্তারিত তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন।

হাওড়ার শিবপুর ও হুলির রিষড়ার পাশাপাশি রামনবমীর মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়া বিষ্ণুপুরে। গন্ডগোলের কারণে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। ৭ এ্রপ্রিল সেখানে গিয়ে ধৃত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেন আসানসোল দক্ষিণের বিধায়ক।

Justice Abhijit Ganguly : ‘অতিচালাকি বরদাস্ত নয়’, কুন্তলের অভিযোগপত্র আদালতে পেশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
সেখানে গিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলতে যান বিজেপি বিধায়ক। কথা বলার সময় বিষ্ণুপুর থানার আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার অভিযোগ ওঠে অগ্নিমিত্রার বিরুদ্ধে। তৃণমূলকর্মীদের কেন গ্রেফতার করা হল না সেই প্রশ্ন তুলে তিনি বলেন, “সতর্ক করছি, আপনাকে শুধরে যান। আপনার কপালে দুঃখ আছে। আমরা সব নোট রাখছি। আপনার সাংসদের ডায়মন্ড হারবার মডেলের সঙ্গ দিলে দুঃখ আছে। হাওয়া বদলাচ্ছে। আইনশৃঙ্খলা সঙ্গে থাকবে না দুর্নীতির সঙ্গে থাকবেন সিদ্ধান্ত নিন। মাননীয় প্রধানমন্ত্রী যতদিন রয়েছেন, আমরা এই কাজ করতে দেব না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *