বাংলার নববর্ষের সূচনায় শনিবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাঁর। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সফরসূচিতে কিছুটা রদবদল হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টা ২০ নাগাদ দক্ষিণেশ্বর মন্দির দর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।
শুক্রবার সকাল ১২ টা ২০ নাগাদ দুর্গাপুর বিমান বন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে বায়ুসেনার হেলিকপ্টারে করে যাবেন সিউড়ি। দুপুর ১২:৪৫ এ নামবেন সিউড়ির পুলিশ লাইন মাঠে তৈরি করা হেলিপ্যাডে।
পুলিশ লাইন মাঠ থেকে কনভয় নিয়ে দুপুর একটা নাগাদ তিনি পৌঁছবেন সিউড়ি তথ্য ও সংস্কৃতি দফতরে। সেখানে ডক্টর বি. আর আম্বেদকর ও সিধু কানুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন তিনি। তারপর সিউড়ি সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর দুটো পাঁচ নাগাদ পৌঁছবেন সিউড়ি বেণীমাধব স্কুল মাঠের সভাস্থলে।
সভাশেষে বিকেল তিনটে পাঁচ নাগাদ তিনি পৌঁছবেন সিউড়ি হাইরোড সংলগ্ন নব নির্মিত বিজেপির বীরভূম জেলা পার্টি অফিস প্রাঙ্গণে। পার্টি অফিসের উদ্বোধন করবেন তিনি। সেখান থেকে বিকেল চারটে পাঁচ নাগাদ তিনি পুনরায় ফিরবেন পুলিশ লাইন মাঠের হেলিপ্যাডে।
সেখান থেকে তিনি হেলিকপ্টারে করেই কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর উদ্দেশ্যে রওনা দেবেন। শেষে সন্ধ্যে ছটা নাগাদ কলকাতার ওয়েস্টিন হোটেলে করবেন রাজ্য নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক। এরপরেই তিনি দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশে রওনা দিতে পারেন।
সূত্রে খবর, পয়লা বৈশাখের দিন এমনিতেই মন্দির চত্বরে প্রচুর সাধারণ দর্শনার্থীদের ভিড় হয়।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সুরক্ষার কথামাথায় রেখেই সফর সূচি বদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে শাহি সফরকে ঘিরে উৎসাহিত রাজ্যের গেরুয়া শিবির।
পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের রাজ্যে আগমণBJP-র পালে অনেকটাই হাওয়া দেবে বলে ধারণা রাজনৈতিক মহলে। এর আগে জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বাংলা সফর হওয়ার কথা থাকলেও সেটা হয়ে ওঠেনি। তবে পঞ্চায়েত নির্বাচনের দোরগোড়ায় এসে অমিত শাহের আগমণ আরও খানিকটা মনোবল বাড়াবে বলেই মনে করছে BJP রাজ্য নেতৃবৃন্দ। দলীয় কার্য কর্তাদের বৈঠকে তিনি কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে আছে বঙ্গের গেরুয়া শিবির।