Aparupa Poddar : ‘কান ধরে উঠবস করিয়ে দলে নেবেন…’, শুভেন্দুকে নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদের – tmc mp aparupa poddar controversial statement on suvendu adhikari


West Bengal News : তৃণমূল কংগ্রেসে ‘ঘর ওয়াপসি’র জন্য দণ্ডি বিতর্ক নিয়ে এমনিতেই অস্বস্তিতে রাজ্যের শাসক দল। এর মধ্যেই ফের বিতর্কিত মন্তব্য করলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। আগামী পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেখে ‘মনোভঙ্গ’ হয়ে তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেনশুভেন্দু অধিকারীবলে মত তাঁর। এখানেই শেষ নয়। তিনি দলে ফিরলে তাঁকে ‘কান ধরে উঠবস করে’ দলে ফিরতে হবে বলে মন্তব্য করলেন তৃণমূল সংসদ।

Dandi Controversy : দণ্ডি বিতর্কে অবশেষে গ্রেফতার ২ তৃণমূল কর্মী, ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ
বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লেখেন, “আমি চ্যালেঞ্জ করে বলছি, পঞ্চায়েত নির্বাচনের পরে শুভেন্দু অধিকারী দলে ফেরার চেষ্টা করবেই। তদন্তে বাঁচার জন্য BJP-তে গিয়েছিল, কিন্তু পঞ্চায়েত ভোট ভরাডুবির পরে মোহভঙ্গ হয়ে দলে ফিরে আসবে।”

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার তপনের দণ্ডি কাটিয়ে তৃণমূলে যোগদানের বিষয়টি নিয়েও বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় সাংসদকে। দণ্ডি বিতর্ক নিয়ে অস্বস্তিতে পড়ে তৃণমূলের তরফে যখন জেলার মহিলা সভাপতি বদল করা হয়। তখন তৃণমূল সাংসদেক বলতে শোনা যায় “দলের একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। কেউ যদি কোনও ভুল করে থাকে তবে তাঁকে দলে ফিরতে হলে প্রায়শ্চিত্ত করতে হবে। ২০২১ সালের পর ভুল বুঝিয়ে যাঁদের BJP-তে নিয়ে যাওয়া হয়েছে তাঁরা দলে ফিরেছে। বুঝতে পেরেছিলেন যে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। স্বইচ্ছায় প্রায়শ্চিত্ত করে তাঁরা দলে ফিরে এসেছেন।”

Balurghat News : ‘প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটি’, বিতর্কের মধ্যে মুখ খুললেন তৃণমূলে যোগ দেওয়া মহিলারা
তবে এবার একধাপ এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ঘর ওয়াপসি’নিয়ে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ। যদিও এই মন্তব্যটি প্রচার হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে প্রকাশ্যে এখনও কোনও মন্তব্য করেননি। তবে শুধুমাত্র দলে যোগদানই নয়, শুভেন্দু অধিকারী দোলে যোগদান করলে কী করতে হবে, সেটাও বলে দেন তৃণমূল সংসদ অপরূপা পোদ্দারট।

তিনি ওই একই টুইট-এ উলকে করেন, “দলে ফিরিয়ে নেবে কিনা সেটা ক্যাপ্টেন ঠিক করবে, কিন্তু আমার অনুরোধ ক্যাপ্টেন-এর কাছে দণ্ডি কেটে নয়, কান ধরে ওঠবস করে দোলে নেবেন।” এই বিতর্কের পরেই জেলায় শুরু হয়েছে নতুন বিতর্ক। যদিও এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে BJP-র তরফে।

Aparupa Poddar : ‘…ফিরতে হলে প্রায়শ্চিত্ত করতেই হবে’, দণ্ডিকাণ্ডে তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক
BJP-র এক নেতা জানান,আগামী পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস দল হারে হারে টের পাবে তাঁদের অবস্থা। শুভেন্দু অধিকারীর তো দলে যোগ দেওয়া দূরের কথা, তৃণমূলেরই অর্ধেক লোক থাকবে না বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *