West Bengal Weather Update: চৈত্রের শেষ দুপুরে সর্বনাশা গরমে ত্রাহি ত্রাহি রব দক্ষিণে। বাড়ির বাইরে পা রাখলেই চামড়া পোড়াচ্ছে রোদের তাঁত। এমন ‘চুবতি জ্বলতি গরমি’-তে কি বিষ্ণুপুরে যাওয়া পরিকল্পনা করছেন? তবে তাঁর আগে দেখে নিন কেমন পরিস্থিতি বাঁকুড়ার।দক্ষিণবঙ্গের অন্যান্য অংশের মতো তীব্র তাপপ্রবাহ চলছে বাঁকুড়া জেলা জুড়েও। গত বুধবারই এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার দুপুরে তা আরও বেড়ে হল আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ১৬ শতাংশ।

Weather Forecast : ৭ বছরে উষ্ণতম এপ্রিল, আরও গরম পড়ার সম্ভাবনা

তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস জেলাবাসীর। গত কয়েক দিন ধরে শহর থেকে গ্রাম সর্বত্রই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় শুনশান। খুব জরুরী প্রয়োজন ছাড়া সন্ধ্যার আগে মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না।

তাপপ্রবাহের জন্য যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর জেলা প্রশাসন। অন্যান্য জায়গার তুলনায় বাঁকুড়া জেলায় বরাবরই তাপমাত্রার পারদ তুঙ্গে থাকে । এবারও তার ব্যতিক্রম হয়নি।

Summer In Kolkata : আরও চড়বে তাপমাত্রার পারদ, ১০ তারিখের পর একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস

নববর্ষেও এমনই আগুন ঝরাবে রোদ। আলিপুর আবহাওয়া দফতর ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। শুষ্কই থাকবে জেলার আবহাওয়া এবং কোনওরকম বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। বিকেলের দিকে কোনও কালবৈশাখীরও সম্ভাবনা নেই।

সুস্থ থাকতে চিকিৎসকের পরামর্শ

চলতি সময়ে সুস্থ থাকতে হলে সাধারণ মানুষকে বিনা প্রয়োজনে সকাল ন’টার পর আর বিকেল পাঁচটার আগে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অমিতাভ চট্টরাজ। তিনি বলেন, ”একান্তই যদি বেরোতে হয় ছাতা মাথায় ও সুতির ফুল হাতা জামা পরে সর্বাঙ্গ ঢেকে বেরোতে হবে। সঙ্গে প্রত্যেককে অতিরিক্ত পরিমাণে জল ও নুন খাওয়া প্রয়োজন। সঙ্গে বাড়ির শিশুদের জন্যও অতিরিক্ত সতর্কতা অবলম্বন প্রয়োজন।” ‘হিট স্ট্রোক’ এড়াতে বাইরের গরম আবহাওয়া যথাসম্ভব এড়িয়ে যাওয়াই ভালো বলে তিনি জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *