Calcutta High Court : ‘আসল সমস্যা পুলিশে নিয়োগ না করা’, সিভিক ভলান্টিয়ার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের – calcutta high court observation on west bengal police recruitment and civic volunteer works


‘রাজ্যের আসল সমস্যা পুলিশে নিয়োগ না করা’, বৃহস্পতিবার এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এই মন্তব্য প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতির মুখ থেকে শোনা গেল আনিস খানের মৃত্যুর ঘটনাও।

এদিন বিচারপতি রাজাশেখর মান্থার বলেন, “রাজ্যের আসল সমস্যা পুলিশে নিয়োগ না করা। যার ফলস্বরূপ এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের উপর ভরসা করতে হচ্ছে। সিভিক ভলিয়ান্টার দিয়ে কাজ চলছে। কনস্টেবল, এএসআই, এস আই যতদিন না নিয়োগ হবে ততদিন তাঁদের দিয়েই কাজ চলবে।”

Recruitment scam : সরকারি চাকরির নামে কোটি কোটি টাকা তুলে নিজেরাই বিচার চেয়ে দ্বারস্থ হাইকোর্টের?
বিচারপতির কণ্ঠে শোনা যায় আনিস খান প্রসঙ্গও। তিনি বলেন, “আনিস খানের ঘটনাতেও দু’জন সিভিক ভলান্টিয়ার সেই রাতে তাঁর বাড়িতে যান।” একইসঙ্গে বিচারপতি মান্থারের মন্তব্য ছিল, “ সরকারের নিয়োগের ব্যাপারে যতদিন না উদ্যোগ নেওয়া হবে ততদিন এক বছরের চুক্তিভিত্তিক কর্মীদের দিয়েই নীচু তলায় আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা হবে।”

Durgapur News : অন্তঃসত্ত্বা মহিলাকে হেনস্থার অভিযোগ বাস মালিকের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ-পথ অবরোধ
উল্লেখ্য, বাড়ি থেকে এক ব্যক্তি তুলে নিয়ে আসার পর তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় সরশুনা থানার বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। শুধু তাই নয়, ওই ব্যক্তির বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে তুলে আনার অভিযোগ উঠেছিল সিভিক ভলান্টিরদের বিরুদ্ধে। এরপর ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি।

যুবকের পরিবারের সদস্যদের দাবি ছিল, একাধিকবার তাঁরা পুলিশ স্টেশনে খোঁজ নিয়েছেন। কিন্তু, কেউ কোনও জবাব দেয়নি। ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যুবকের পরিবার।

DA Latest News : DA জটিলতা সমাধানে বড় পদক্ষেপ, হাইকোর্টের পরামর্শে ১৭ তারিখের মধ্যে আলোচনায় সরকার-কর্মীরা?
এরপরেই রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কী, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি রাজ্যকে বিস্তারিত একটি গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিলেন।

২৯ মার্চের মধ্যে এই গাইডলাইন প্রকাশের কথা বলা হয়। সেই মোতাবেক সার্কুলারও জারি করেছে পুলিশ। সিভিক ভলান্টিয়ারদের কোন কোন কাজে ব্যবহার করা যাবে তা নথিবদ্ধও করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলে দেওয়া হয়, কনস্টেবলদের যে সব কাজে ব্যাবহার করা হয়, সেখানে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না।

Justice Abhijit Ganguly : ‘অতিচালাকি বরদাস্ত নয়’, কুন্তলের অভিযোগপত্র আদালতে পেশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করতে পারে সিভিক ভলান্টিয়াররা। একইসঙ্গে ভিড় সামলানো, পার্কিং সমস্যা সমাধানের ক্ষেত্রেও পুলিশকে সাহায্য করতে পারবেন সিভিক পুলিশরা, জানানো হয়েছিল এমনটাই।

বৃহস্পতিবার ফের এই মামলা কলকাতা হাইকোর্টে ওঠে। এদিন ফের একবার রাজ্য পুলিশে নিয়োগ প্রসঙ্গ উত্থাপন করেন বিচারপতি এবং সেই প্রসঙ্গেই তিনি এই পর্যবেক্ষণের কথা জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *