Cold Storage Accident : ময়নাগুড়িতে হিমঘরের ছাদ ভেঙে বিপত্তি, বিষাক্ত গ্যাসে অসুস্থ একাধিক – several villages got ill as gas leakage from a broken cold storage in jalpaiguri


West Bengal News : ছাদ ভেঙে ধসে পড়ল হিমঘর। হিমঘর থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়লেন কয়েকজন। ঘটনা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। অসুস্থদের স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হিমঘরের মজুত করা আলু অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, গত ৯ তারিখ থেকে ময়নাগুড়ি জল্পেশ মেলার মাঠ সংলগ্ন এলাকায় একটি হিমঘরের ছাদ বসে যায়। এরপর থেকেই হিমঘর যাবতীয় মালপত্র সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দেয় স্থানীয় প্রশাসন। এর মাঝেই বৃহস্পতিবার দুপুরের হিমঘরের একটি ছাদের অংশ ভেঙে পড়ে যায়। হিমঘর থেকে নির্গত গ্যাসের কারণে স্থানীয় কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েন।

Iftar Party : ইফতার পার্টির খাবার খেয়েই বিপত্তি! দক্ষিণ দিনাজপুরে অসুস্থ হয়ে হাসপাতালে ৩০
প্রশাসনিকভাবে কঠোর নিরাপত্তায় এদিন ঘিরে ফেলা হয় হিমঘরটি। সেই জন্য আগে থেকেই দমকল, পুলিশ প্রশাসন, সিভিল ডিফেন্সে কর্মীরা মোতায়ন ছিল। যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই অবস্থায় প্রচুর মানুষ হিমঘরের আশেপাশে জড়ো হয়ে যায়।

যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেওয়া হয়। এরপরেও স্থানীয়রা জানান, অ্যামোনিয়া, গ্যাসের ঝাঁজালো গন্ধ সকাল থেকেই পাওয়া যায়। অনেকে অসুস্থ হয়ে পড়েন।অসুস্থ বাসিন্দাদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Diarrhoea Symptoms : গরমে রক্ষে নেই, ডায়মন্ড হারবার জুড়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদেরজলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করেন বলে সূত্রের খবর। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই হিমঘরে প্রায় আড়াই লাখ আলুর বস্তা মজুত রাখা ছিল। বুধবারই হিমঘরটিকে বিপজ্জনক ঘোষণা করে দেওয়া হয়েছিল।

এরপরেই ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয় প্রশাসন। আলুর বস্তাগুলো অন্য হিমঘরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার বিকেলে ভেঙে পড়ে হিমঘরের ওই অংশটি।

ময়নাগুড়ির BDO শুভ্র নন্দী জানান, এগ্রি মার্কেটিং বিভাগ বিষয়টি দেখছেন। আলু সরিয়ে নেওয়ায় চেষ্টা করা হচ্ছে। এদিকে গ্যাস লোকের খবর ছড়িয়ে পড়তেই আতংক ছড়িয়ে পড়ে এলাকায়।

Hooghly News : তীব্র দাবদাহে মাঠে প্রৌঢ়ের মৃত্যু, সান স্ট্রোক কি না খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দফতর
জানা গিয়েছে, সাতজন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে এদিনের ঘটনার পর ওই হিমঘর চত্বরের আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পুলিশি প্রহরায় হিমঘরের মালপত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যতটা শীঘ্রই সম্ভব মজুত আলু সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *