Heat Wave West Bengal : ৪০ ডিগ্রি পার করবে কলকাতার তাপমাত্রা! আগামী ৪ দিন বাংলায় তাপপ্রবাহের সতর্কতা – heat wave condition in west bengal may continue to next 4 days predicts imd


স্বস্তির বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে তাপপ্রবাহের পর যে বৃষ্টি হবে, তাও নির্দিষ্ট করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বৃহস্পতিবার তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে। এদিন কলকাতার তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Summer In Kolkata : আরও চড়বে তাপমাত্রার পারদ, ১০ তারিখের পর একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস
এদিকে, এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ১৬ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আগামী কয়েকদিন রাজ্যে তীব্র গরম পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালবৈশাখীরও দেখা মিলছে না। এই পরিস্থিতিতে কমপক্ষে চারদিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি বলতে বোঝায় কোনও এলাকার তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমপক্ষে পাঁচ ডিগ্রি যখন বৃদ্ধি পায় এবং ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলে।

West Bengal Weather Update : চরম গরমে নাভিশ্বাস, স্বস্তির বৃষ্টি কবে?
সমস্ত জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত পাঁচদিন রাজ্যে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। ফলে বাড়বে অস্বস্তি।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। কোনও জেলাতেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

Summer Temperature : আরও বাড়বে গরম, শনিবার পর্যন্ত রাজ্যে অমিল স্বস্তির বৃষ্টি
কেন হঠাৎ গরমের বাড়বাড়ন্ত?
এর আগে ২০১৬ সালে রেকর্ড গরম প্রত্যক্ষ করেছিল রাজ্যবাসী। কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছিল। ২০২৩-এও সেদিক থেকে ‘উষ্ণ’। জানা যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প অত্যন্ত কম প্রবেশ করছে। এর জন্য স্থলভাগে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অত্যন্ত কম। পাশাপাশি চড়া রোদে অস্বস্তি আরও বাড়ছে।

Kolkata Weather Update : ‘ক্যালকাটা ভেরি হট!’ এপ্রিলেই ৪০ ডিগ্রি ছোঁবে তাপমাত্রার পারদ
কবে স্বস্তির বৃষ্টি?
আপাতত শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কালবৈশাখীরও দেখা পাওয়া যাবে না। অর্থাৎ গরমের দাবদাহে বাড়বে ভোগান্তি।
কী ভাবে সুরক্ষিত থাকবেন?
এই তাপপ্রবাহের পরিস্থিতির জন্য সাধারণ মানুষ যাতে কোনওভাবেই অসুস্থ না হয়ে পড়েন সেজন্য সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বেশি করে জল খাওয়া, হালকা সুতির পোশাক পরা, তেল-মশলা জাতীয় খাবার থেকে দূরে থাকা, ফল খাওয়া, ছাতা নিয়ে বাইরে বার হওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *