Mamata Banerjee : ‘আমি ইংরেজি গানের ভক্ত…’, গড়গড় করে জনপ্রিয় গানের নাম বলে গেলেন মমতা – mamata banerjee says she is very much fond of english song


বৃহস্পতিবার আলিপুরে ধনধান্য স্টেডিয়াম উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যে গান শুনতে ভালোবাসেন একথা সকলেই জানেন। তাঁকে একাধিকবার প্রকাশ্যে রবীন্দ্র সংগীত গাইতেও শোনা গিয়েছে। এমনকী মমতার দেওয়া সুরে মুক্তি পেয়েছে গান।

এদিন অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা জানিয়েছেন তিনি ইংরেজি গানও শোনেন। মমতা বলেন, “বাংলায় অনেক ভালো শিল্পী রয়েছেন। আমি তাঁদের গানের খুব প্রশংসা করি, কিন্তু নতুন প্রজন্মকেও তুলে আনতে হবে। আমি রাজনীতি করার সময় একটার পর একটা জেনারেশন তৈরি করেছি। আমরা খুব নজরুলগীতি, রবীন্দ্র সংগীত গাইতাম।”

Mamata Banerjee : ‘শাড়ির আঁচল পেতে ভিক্ষা চাইব কিন্তু…’, মাথা নত না করার বার্তা মমতার
এরপর ইংরেজি গান শোনার কথা জানানোর পাশাপাশি গড়গড় করে নামে বলে যান মুখ্যমন্ত্রী। জাস্টিন টিম্বারলেক থেকে শুরু করে টাইটানিকের বিখ্যাত গানের গায়ক সেলিন ডিওন যে তাঁর পরিচিত নাম, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি ইংরেজি গানেরও খুব ভক্ত। আমি ইংরেজি গানও শিখি। হান্ড্রেড মাইল থেকে শুরু করে এভরি নাইট ইন মাই ড্রিমস সব গান আমি জানি। আমি হিন্দি গানও অনেক জানি। “

Mamata Banerjee : ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম অশান্তি ছড়াতে এসেছিল’, রিষড়া নিয়ে বিস্ফোরক মমতা
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সম্প্রতি রেডরোডে ধরনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সেখানে কলকাতা, যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দলের গিটার নিয়ে গান করেছেন। মমতার পরামর্শে তাঁরা একটি ব্যান্ড তৈরি করেছেন। নাম দেওয়া হয়েছে জয়ী। সেই প্রসঙ্গও তুলে আনেন মমতা। তিনি বলেন, “আমি যখন ধরনা দিয়েছিলাম, তখন ছাত্রদের দল রাতের বেলা গিটার নিয়ে দারুণ গান করছে। আমি তাঁদের বললম, তোরা ভালো গান করিস। মিলেমিশে একটা ব্যান্ড তৈরি কর। নতুন প্রজন্মদের তুলে আনতে হবে।”

তাঁর সরকার যে মানুষের উন্নয়নে বিভিন্ন কাজ ও সামাজিক প্রকল্প চালু করেছে, এদিন তা নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “জন্ম থেকে মৃত্যু সব কিছু নিয়ে আমাদের প্রকল্প রয়েছে। এত কাজ করার পর নেতিবাচক প্রচার হয়। আমরা সীমিত সামর্থের মধ্যে যখন যেটা পেরেছি করেছি। আমার নিজের বলতে কিছু নেই। একটাই জিনিস চাই, মানুষ যাতে কখনও আমাকে ভুল না বোঝে।”

Nayna Bandyopadhyay : চিঠি দিয়ে ‘বকাবকি’-র কথা অস্বীকার মমতার! ‘মারতেও পারেন…’, বললেন নয়না
মমতা জানিয়ছেন ৪৪০ কোটি টাকা খরচ করে পূর্ত দফতর এই স্টেডিয়ামটি তৈরি করেছে। তিনি জানিয়েছেন, পূর্ত দফতর স্টেডিয়ামটি তৈরি করেছে এবং হিডকো সেটিকে রক্ষণাবেক্ষণ করবে। এই অডিটোরিয়ামনের নির্মাণের সঙ্গে যুক্ত সব শ্রমিক, ইঞ্জিনিয়ারকে সম্বর্ধনা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *