North 24 Parganas : রাস্তা চওড়া করতে তীব্র দাবদাহের মধ্যে গাছ কাটার নির্দেশ বন দফতরের, প্রতিবাদে পথে বৃক্ষপ্রেমীরা – temperature reached 40 degrees forest department has ordered to cut trees in barasat tree lovers protested


West Bengal News : তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। আদ্রতা প্রায় ১৭ শতাংশ। তীব্র দাবদাহে যখন মানুষ এক প্রকার মরতে বসেছে, সেই সময় আবার উন্নয়নের নামে গাছ কাটার কাজ শুরু হয়েছে, যাতে বাধা দিতে এগিয়ে এলেন বৃক্ষ প্রেমীরা। বারাসত ব্যারাকপুর রোডের হেলাবটতলার মোড়ে প্রাথমিক পর্যায়ে তিনটি গাছ কাটার নির্দেশ দিয়েছে বন দফতর।

Bankura News : পরিবেশ বাঁচানোই লক্ষ্য, সচেতনতার বার্তা প্রেরণে সাইকেলে চেপেই রাজ্যে রাজ্যে ভ্রমণ ২ ব্যক্তির
ব্যারাকপুর রোড চওড়া করে যানজট মুক্ত করা হবে, সেই কারণেই ৩৪ নম্বর জাতীয় সড়কের সঙ্গে ব্যারাকপুর রোডের সংযোগস্থলে প্রাথমিক পর্যায়ে তিনটে গাছ কাটার নির্দেশ দিয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি ব্যারাকপুর রোড চওড়া করার জন্য সমস্ত গাছ ধীরে ধীরে কাটা হতে পারে এই আশঙ্কাতেই বৃক্ষ প্রেমীরা পথে নামলেন। দীর্ঘ দিনের একটি প্রাচীন কৃষ্ণচূড়া গাছ কেটে দেওয়ার পর বৃক্ষপ্রেমীরা এই খবর জানতে পারেন। সঙ্গে সঙ্গেই তাঁরা প্রতিবাদ করেন এবং পথে নামেন।

Jhargram News : আচমকাই রাস্তার ধারে ভেঙে পড়ল শুকনো শাল গাছ, বরাত জোরে প্রাণে বাঁচলেন কয়েকজন
অতীতে এর আগে যশোর রোড চওড়া করার জন্য প্রায় সাড়ে তিন হাজার গাছ কাটার পরিকল্পনা নিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বৃক্ষ প্রেমীরা যশোর রোডে আন্দোলন করে সেই গাছ কাটা রুখে দেন। যদিও সেই ঘটনা এখনও আদালতে বিচারাধীন। তার মধ্যে আবার উত্তর ২৪ পরগনা জেলাতে গাছ কাটা শুরু হওয়াতে স্বাভাবিকভাবেই হতবাক বৃক্ষ প্রেমীরা।

Red Sandal Wood : জঙ্গলমহলের মাটিতেই হবে ‘পুষ্পার’র রক্তচন্দন
তবে এই ব্যাপারে বন দফতরের বিড অফিসার সুজয় হালদার জানিয়েছেন, “গাছ কাটার আবেদন করেছিল PWD। একটা গাছ কেটে পাঁচটা গাছ লাগিয়ে দেওয়া হবে বৃষ্টির সময়। গাছ কাটার জন্য প্রাথমিক পর্যায়ের যা নিয়ম থাকে তা পূরণ করার কারণেই বন দফতর গাছ কাটার নির্দেশ দিয়েছে”।

Tree House Near Kolkata: স্টেকেশন এবার ঘরের কাছে! কলকাতার অদূরে ট্রি হাউস, সঙ্গে মাছ ধরা-কেনাকাটা
যদিও আগামি দিনে আরও গাছ কাটতে আসলে বৃক্ষ প্রেমীরা সরাসরি বাধা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই বিষয়ে এক বৃক্ষ প্রেমী জানান, “বছর বছর ধরে পরিবেশ কিভাবে বদল হচ্ছে তা সবাই দেখছেন। মানুষ আর গরম সহ্য করতে পারছে না। দিন দিন তাপপ্রবাহ বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরা দিনের পর দিন গাছ কেটে যাচ্ছে।

Heat Wave : তীব্র গরমে পাথরে বড় বড় ফাটল! আতঙ্কে ঘরছাড়া ১৫০ পরিবার
সাধারণ বুদ্ধিটুকুও নেই এদের যে গাছ কাটার ফলেই পরিবেশ আরও গরম হচ্ছে। বিশ্বজুড়ে যদি উষ্ণায়নকে কাবু করতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো। তাই আমরা সবসময় বলে থাকি যত পারবেন গাছ লাগান। আর সেই জায়গায় বন দফতর গাছ কেটে চলেছে। এবার আমরা আর মেনে নেব না। রুখে দাঁড়াবো”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *