ব্যারাকপুর রোড চওড়া করে যানজট মুক্ত করা হবে, সেই কারণেই ৩৪ নম্বর জাতীয় সড়কের সঙ্গে ব্যারাকপুর রোডের সংযোগস্থলে প্রাথমিক পর্যায়ে তিনটে গাছ কাটার নির্দেশ দিয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি ব্যারাকপুর রোড চওড়া করার জন্য সমস্ত গাছ ধীরে ধীরে কাটা হতে পারে এই আশঙ্কাতেই বৃক্ষ প্রেমীরা পথে নামলেন। দীর্ঘ দিনের একটি প্রাচীন কৃষ্ণচূড়া গাছ কেটে দেওয়ার পর বৃক্ষপ্রেমীরা এই খবর জানতে পারেন। সঙ্গে সঙ্গেই তাঁরা প্রতিবাদ করেন এবং পথে নামেন।
অতীতে এর আগে যশোর রোড চওড়া করার জন্য প্রায় সাড়ে তিন হাজার গাছ কাটার পরিকল্পনা নিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বৃক্ষ প্রেমীরা যশোর রোডে আন্দোলন করে সেই গাছ কাটা রুখে দেন। যদিও সেই ঘটনা এখনও আদালতে বিচারাধীন। তার মধ্যে আবার উত্তর ২৪ পরগনা জেলাতে গাছ কাটা শুরু হওয়াতে স্বাভাবিকভাবেই হতবাক বৃক্ষ প্রেমীরা।
তবে এই ব্যাপারে বন দফতরের বিড অফিসার সুজয় হালদার জানিয়েছেন, “গাছ কাটার আবেদন করেছিল PWD। একটা গাছ কেটে পাঁচটা গাছ লাগিয়ে দেওয়া হবে বৃষ্টির সময়। গাছ কাটার জন্য প্রাথমিক পর্যায়ের যা নিয়ম থাকে তা পূরণ করার কারণেই বন দফতর গাছ কাটার নির্দেশ দিয়েছে”।
যদিও আগামি দিনে আরও গাছ কাটতে আসলে বৃক্ষ প্রেমীরা সরাসরি বাধা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই বিষয়ে এক বৃক্ষ প্রেমী জানান, “বছর বছর ধরে পরিবেশ কিভাবে বদল হচ্ছে তা সবাই দেখছেন। মানুষ আর গরম সহ্য করতে পারছে না। দিন দিন তাপপ্রবাহ বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরা দিনের পর দিন গাছ কেটে যাচ্ছে।
সাধারণ বুদ্ধিটুকুও নেই এদের যে গাছ কাটার ফলেই পরিবেশ আরও গরম হচ্ছে। বিশ্বজুড়ে যদি উষ্ণায়নকে কাবু করতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো। তাই আমরা সবসময় বলে থাকি যত পারবেন গাছ লাগান। আর সেই জায়গায় বন দফতর গাছ কেটে চলেছে। এবার আমরা আর মেনে নেব না। রুখে দাঁড়াবো”।