Rudranil Ghosh : ‘গোরুদের কারও পাতের মাংস হতে হবে না’, বীরভূমে দাঁড়িয়ে অনুব্রতকে ‘কাব্যিক’ নিশানা রুদ্রনীলের – actor turned bjp leader rudranil ghosh slams anubrata mondal from birbhum


গোরু পাচারকাণ্ডে বীরভূমের জেলাতৃণমূলসভাপতি অনুব্রত মণ্ডলকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে তিনি দিল্লির তিহাড় জেলে বন্দি। দীর্ঘ আটমাসের বেশি সময় ধরে জেলবন্দি থাকলেও বাংলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের নাম নিয়ে চর্চা থামছে না।

বৃহস্পতিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। বিদ্রুপাত্মক ভঙ্গিতে লেখা সেই সেই পোস্টের ক্যাপশনে এই টলিউড তারকা অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেছেন বলে মনে করা হচ্ছে। যদিও সেখানে কারও নাম উল্লেখ করেননি রুদ্রনীল। তিনি লেখেন, “বীরভূমে বীর নেই শান্তিতে গরু, গরম কমার পথ ক্রমশই সরু !!”


এই মুহূর্তে শ্যুটিংয়ের কাজে শান্তিনিকেতনে রয়েছেন রুদ্রনীল। ফোন এই সময় ডিজিটালকে তিনি বলেন, “বীরভূমে এলাম, দেখলাম গোরুরা আরামে রয়েছে। কোনও তাড়াহুড়ো নেই, আনন্দে জাবড় কাটছে। আমার মনে হল ওদের জীবনে এখন নিশ্চয়তা রয়েছে। গোরুরাও খবরের কাগজ খায়, ওদের হয়তো তখনই হয় কোনও খবর পড়েছে। মনে হয়েছে এখন আর ওদের কোনও টেনশেন নেই। ওদের কারও পাতের মাংস হতে হবে না। এত আরাম করে আগে তাদের জাবড় কাটতে দেখিনি।”

অনুব্রত প্রসঙ্গে মমতাকে কটাক্ষ করতে ছাড়েননি রুদ্রনীল। তিনি বলেন, “বীরভূ্মের ‘বীর’ তো এখান থেকে শুরু হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী তো বীরের সংজ্ঞা বদলে দিয়েছেন। তাই জন্যই এরম মনে হল।”

Anubrata Mondal News: জেলবন্দি কেষ্টকে গুড়-বাতাসা খোঁচা! তিহাড়ে ‘উপহার’ নিয়ে হাজির বাম নেতা-কর্মীরা
২০২২ সালের ১১ অগস্ট গোরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর বেআইনি আর্থিক লেনদেন তাঁকে গ্রেফতার করে ইডিও। দীর্ঘদিন ধরে আসানসোল কেন্দ্রীয় সংশোধনাগরে বন্দি ছিলেন তিনি। তাঁকে দীর্ঘদিন ধরে তিহাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ইডি। শেষমেশ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে তিহাড় জেলেবন্দি অনুব্রত।

অনুব্রত-র গ্রেফতারির পর থেকে এখনও অবধি তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেয়নি তৃণমূল। বরং একাধিকবার দলীয় নেতৃত্বের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বলেন, ‘কেষ্টকে বীরের সম্মানে জেল থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে।’ সম্প্রতি দলীয় বৈঠকেও কেষ্টকে জেলা সভাপতি পদে বহাল রেখে দেওয়ার সিন্ধান্ত নেন মমতা।

Sukanta Majumdar : ‘… কিছুদিনের মধ্যে তিহাড় কংগ্রেস হয়ে যাবে’, অনুব্রত’র গড়ে তোপ সুকান্তর
অন্যদিকে তৃতীয়বারের জন্য ইডির তলব এড়িয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। তাঁকে দিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল। এমনকী অনুব্রতর মুখোমুখি তাঁকে বসিয়ে জেরা করা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছিল। তদন্তে সুকন্যার ব্যাঙ্ক লেনদেন নিয়ে নতুন তথ্য পাওয়া গিয়েছে। সেই নিয়ে তাঁকে জিজ্ঞাসবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *