Suvendu Adhikari : তৃণমূলের জয়ে ক্ষমাপ্রার্থী শুভেন্দু – suvendu adhikari apologizes to the people for trinamool congress winning



এই সময়: চার বছর আগের উপনির্বাচনে তৃণমূলের জয়ের জন্য কালিয়াগঞ্জের বাসিন্দাদের কাছে ক্ষমা চাইলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে একটি জনসভায় যোগ দিয়েছিলেন তিনি। ২০১৯-এ উপনির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা আসনে জয়ী হয় তৃণমূল। তখন দলের তরফে শুভেন্দুই ছিলেন উত্তরবঙ্গের দায়িত্বে। এ দিনের সভায় শুভেন্দু বলেন, ‘সেই উপনির্বাচনে তৃণমূলকে জেতানো বড় ভুল ছিল। তার জন্য আমি এখানকার বাসিন্দাদের কাছে ক্ষমা চাইছি।’

Suvendu Adikari: ‘মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা শুভেন্দুর একার দ্বারা হবে না…’, জনতার সমর্থন আবেদন বিরোধী নেতার
২০১৯-এর লোকসভা নির্বাচনে কিছুটা ধাক্কা খেয়েছিল শাসকদল। ১৮ আসনে জয়ী হয়েছিল বিজেপি। আর সেই নির্বাচনের পরেই উপ-নির্বাচন হয়েছিল কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে। একই সঙ্গে উপনির্বাচন হয়েছিল খড়্গপুর এবং করিমপুর বিধানসভা আসনেও। লোকসভা ভোটে খারাপ ফল করলেও উপনির্বাচনের তিনটি আসনেই অনায়াসে জয় পায় জোড়াফুল শিবির। কালিয়াগঞ্জ আসনে ২৩০০-র বেশি ভোটে জয়ীও হয় তৃণমূল। এদিনের সভায় সেই জয়ের প্রসঙ্গ তোলেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari : ‘আপনাকে তো খেলা আমি দেখাব লোকসভাতে…’, পূর্ব মেদিনীপুর নিয়ে ভবিষ্যৎ বাণী শুভেন্দুর
কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে শূন্য হয়েছিল কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি। সেখানে জয়ী হন তৃণমূল প্রার্থী তপনদেব সিংহ। বিজেপির প্রার্থী কমলচন্দ্র সরকারকে হারিয়ে জয়লাভ করেন তিনি। এদিনের সভায় সেই কালিয়াগঞ্জে দাঁড়িয়ে শুভেন্দু দাবি করেন, লোকসভা নির্বাচনের ফলে ওই এলাকায় তৃণমূলের ‘দোকান’ বন্ধ হয়ে গিয়েছিল। পরে উপনির্বাচনে তিনিই তৃণমূল প্রার্থীকে জিতিয়েছিলেন। এরপর তৃণমূলের অবস্থা ভালো হয়েছিল। শুভেন্দু বলেন, ‘আমি ক্ষমা চাইছি। এবার সুদে আসলে তুলে নেব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *