Trending News : স্বামী মৃত ভেবে শাঁখা-সিঁদুর ত্যাগ! ২৫ বছর পর ভবঘুরেকে দেখে থমকে গেলেন বধূ, তারপর… – dakshin dinajpur old man found after 25 years and handed over to family


এ যেন কোনও সিনেমার প্লট! যে স্বামী মারা গিয়েছেন ভেবে শাখা-সিদুঁর পরা ছেড়েছিলেন, ২৫ বছর পর তাঁরই হদিশ পেলেন স্ত্রী। শুনতে খানিক অবাক লাগলেও এই ঘটনার সঙ্গে সিনেমার চিত্রনাট্যের কোনও মিল নেই। বাস্তবে দক্ষিণ দিনাজপুরে এই ঘটনা ঘটেছে। প্রায় ২৫ বছর আগে স্ত্রীয়ের সঙ্গে দিল্লিতে কাজ করতে গিয়ে গিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলির সানপাড়ার বাসিন্দা সুটকা মাহাতো (৬৫)। বাড়ি ফেরার পথে ট্রেনেই হারিয়ে যান সুটকা। তারপর থেকে তাঁর আরও কোনও খোঁজ মেলেনি। সম্প্রতি ওই জেলার পতিরাম এলাকায় রাস্তার ধারে স্বামীর খোঁজ পান স্ত্রী ফুলমতি মাহাতো।

Jhargram News : নাবালিকা প্রেমিকাকে নিয়ে উধাও যুবক! ছেলের অপকর্মে শ্রীঘরে বাবা
বুধবার পতিরাম থানার উদ্যোগে ওই বৃদ্ধকে ফিরিয়ে দেওয়া হয় তার পরিবারের হাতে। বর্তমানে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। ২৫ বছর পর তাঁকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পরিবারের সদস্যরা। পতিরাম থানার পুলিশকে তাঁরা ধন্যবাদ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৫ বছর ধরে নিরুদ্দেশ সুটকাকে নিরুদ্দেশ ভেবে ধরে নিয়েছিলেন পরিবারের সদস্যরা। স্বামীর আর বেঁচে নেই মেনে নিয়ে বিধবার জীবন যাপন করছিল স্ত্রী। বাবা নেই জেনে বড় হয়েছে তাঁর ছেলে মেয়েরা। সেই গৃহকর্তা হঠাৎ বাড়ি ফিরে আসতে তাঁরাও খানিক হকচকিত হয়ে পড়েছেন। সুটকা ২৫ বছর পর বাড়ি ফিরতেই তাঁকে দেখার জন্য ভিড় করেছে এলাকাবাসীরা।

Trending News : অন্যের বউকে বিয়ে করে বিপত্তি, ‘সুবিচার’ চেয়ে ‘দিদির দূত’-এর দ্বারস্থ বাগদার যুবক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পতিরাম থানার বিদ্যেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় হঠাৎ করেই আবির্ভাব হয় সুটকার। বেশ কয়েকদিন ধরেই তিনি সেখানে থাকতেন। পুলিশের কাছে সেই ভবঘুরের খোঁজ যায়। এরপর খোঁজ খবর করতে বৃদ্ধের নাম পরিচয় জানতে পারে পুলিশ। তারাই ওই বৃদ্ধকে খুঁজে বের করে।

খুঁজে পাওয়ার পর বৃদ্ধের পরিবারকে খবর দেওয়া হয়। প্রথমে পরিবারের সদস্যরা তাঁকে চিনতে পারেননি। কারণ আগের সঙ্গে বর্তমান চেহারা আমূল বদলে গিয়েছে। শেষমেশ তাঁকে তাঁরা চিনতে পারেন। ২৫ বছর পর স্বামীকে দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী।

West Bengal Latest News : চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকার প্রতারণার অভিযোগ! কাঁথিতে গ্রেফতার ‘গুণধর’ ইংরেজি শিক্ষক
এই প্রসঙ্গে পতিরাম থানার ওসি সৎকার সাংবো বলেন, “ওই ভবঘুরে পতিরামের আশেপাশের এলাকায় ঘুরছিল। তাঁর খোঁজ খবর করে পরিবারের খোঁজ পাই। অবশেষে ২৫ বছর পর তাঁকে তাঁর বাড়িতে ফিরিয়ে হল।”

প্রতিবেশী মিঠুন দাস বলেন, “সে কিছুদিন ধরে পতিরামেই ছিল বলে জানতে পারলাম। পুলিশ ওই ব্যক্তির খোঁজখবর করে। অবশেষে পরিবারের হাতে তুলে দিয়েছে। পরিবারের সবাই ভেবেছিল সে মৃত। এখন সেই বৃদ্ধকে ফিরে পেয়ে খুশি পরিবার। আমরাও সকলেই অবাক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *