Uttar 24 Pargana : নৃশংস ঘটনা নিউটাউনে! কুপিয়ে খুনের অভিযোগ এক শিশুকে, পলাতক অভিযুক্ত – alleged brutal kill a child in newtown


West Bengal News : দুই ভাড়াটিয়ার মধ্যে বিবাদের বলি হল এক শিশু। মর্মান্তিক ঘটনা নিউটাউনে। এক শিশুকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। মৃত শিশুর নাম দিব্যাংশু প্যাটেল (৭)। শিশুটিকে বাঁচাতে গিয়ে তাঁর মা এবং আরও এক মহিলা আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নিউটাউনের শুলংগুড়ি ঘোষপাড়ায়। বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই এলাকার দুই ভাড়াটিয়ার মধ্যে কোনও কারণে এই বিবাদ হয়। বিবাদ একসময়ে চরমে ওঠে।

Cooch Behar News : শীতলকুচির ছায়া মাথাভাঙায়! ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মারধর উন্মত্ত প্রেমিকের
দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় যায়। এর মাঝেই ওই শিশুটিকে একটি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ। শিশুটির মা ও প্রতিবেশী এক মহিলা শিশুকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন। দুজনের শারীরিক অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিউটাউনের শুলুংগুড়ির ঘোষপাড়ায় ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকত বছর পাঁচেক দিব্যাংশু প্যাটেল। ওই একই বাড়ির ভাড়াটিয়া হয়ে থাকত অভিযুক্ত লক্ষণ কুমারও। কিন্তু দুই পরিবারের মধ্যে বনিবনা ছিল না একেবারেই।

Bardhaman News : রাজু ঝাঁ হত্যার ঘটনাস্থলের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য শক্তিগড়ে
দুই পরিবারের মধ্যে ঝামেলার জেরেই এদিন মারামারি শুরু হয়। ঘাতক লক্ষণ কুমার পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুই প্রতিবেশী ভাড়াটিয়ার অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ।

স্থানীয়দের দাবি, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় শিশুটিকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত লক্ষণ কুমার বিহারের ভগলপুর সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা। ওই বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকত সে।

ইতিমধ্যেই মৃত শিশুর পরিবারের তরফ থেকেইকো পার্ক থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। শিশুটির মৃতদেহ উদ্ধার করে আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Uttar 24 Pargana : গাড়ি ধোয়াকে ঘিরে কথা কাটাকাটি থেকে বচসা, দু’পক্ষের হাতাহাতিতে আহত ৪
তবে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবক খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন। দুই পক্ষের মধ্যে বচসার জেরে একটি শিশুকে কুপিয়ে খুন করার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে।

তদন্তের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে খুব শীঘ্রই খুঁজে বার করা হবে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *