Uttar 24 Parganas : ডিজিটাল যুগে কদর কমছে বাংলা ক্যালেন্ডারের, ভিন রাজ্য থেকে আসা কর্মীদের ভবিষ্যৎ সংশয়ে? – in the digital era the value of the bengali calendar is decreasing


West Bengal News : মাথার ওপর সূর্যের গনগনে আঁচ আর পায়ের নিচে তপ্ত মাটি জানান দিচ্ছে চৈত্রের শেষ লগ্ন উপস্থিত। দু’দিন পরেই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানেই হালখাতা। আর হালখাতা মানেই বিভিন্ন দোকানে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে দেওয়া হয়ে থাকে ক্যালেন্ডার ও মিষ্টি। ক্যালেন্ডারের সেই নতুন পাতাগুলি প্রত্যেকের জীবনে নিয়ে আসে নতুন বছরের বার্তা।

Bengali New Year : হারিয়ে যেতে বসেছে বাঙালির আবেগ বাংলা ক্যালেন্ডার, বিক্রি কমতেই চিন্তায় ব্যবসায়ীরা
তবে ডিজিটাল যুগে অনেকটাই হারিয়েছে এর আভিজাত্য। এখন আর বাড়ির দেওয়ালে বা প্রয়োজনীয় জায়গায় ঝুলে থাকতে দেখা যায় না বাংলা ক্যালেন্ডারকে। তার অধিকাংশ জায়গায় কেড়ে নিয়েছে ডিজিটাল যুগের মোবাইল। তবু হাতে গোনা কিছু জায়গায় এখনও পুরনো রীতি বজায় রেখেই ছাপা হয় ক্যালেন্ডার। আর এই ক্যালেন্ডার ছাপানোর জন্যই ভিন রাজ্য থেকে কর্মীরা আসেন। তবে আগামী দিনে যেভাবে মূল্যবৃদ্ধির পাশাপাশি গুরুত্বহীন হয়ে পড়ছে ক্যালেন্ডার, সেই জায়গা থেকে ভিন রাজ্য থেকে আসা কর্মীদের প্রয়োজনীয়তা কতটা থাকবে তা নিয়েই তৈরি হয়েছে সংশয়।

Vaishakh Month 2023: কবে থেকে শুরু বৈশাখ? নারায়ণের প্রিয় এই মাসে কোন কাজে ভাগ্য খুলবে জেনে নিন
জেলার বুকে হাতে গোনা যে কয়েকটি জায়গায় এই ক্যালেন্ডার তৈরি হয় তার মধ্যে অন্যতম হাবরার পোস্ট অফিস রোডের ছাপাখানা। সারা বছর কোনোরকম ভাবে ছাপার কাজ চললেও প্রতিবছর পয়লা বৈশাখের আগে প্রচুর পরিমাণে ক্যালেন্ডারের অর্ডার মিলত। তার কারণে ভিন রাজ্য থেকে আসতেন কর্মীরা।

Bengali New Year: বাংলা নতুন বছরে অবশ্যই করুন এই ৮ কাজ, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন
কিন্তু বর্তমানে ডিজিটাল মাধ্যমে যুগে অনেকটাই অস্তিত্ব হারিয়েছে ক্যালেন্ডার, এমনই মনে করছেন দোকান মালিকরা। ফলে কাজের পরিমাণ কমেছে ৫০ শতাংশের বেশি। আগামী দিনে ভিন রাজ্য থেকে আর কর্মীরা আসতে পারবেন কিনা ক্যালেন্ডার তৈরি করতে, তা নিয়েই তৈরি হয়েছে দুশ্চিন্তা।

Bankura News : ইন্টারনেট-স্মার্ট ফোনের যুগে কমেছে পুতুল নাচের কদর, ঐতিহ্য ধরে রাখার চেষ্টা দেবীপ্রসাদের
মূল্যবৃদ্ধির বাজারে অনেকেই এখন ক্যালেন্ডার তৈরি থেকে পিছিয়ে আসছেন। বেড়েছে কাঁচামালের দামও। ফলে অস্তিত্বের সংকটে বাংলার ঐতিহ্যের ক্যালেন্ডার। ছাপাখানার মালিক এই বিষয়ে জানান, “৮ থেকে ১০ বছর আগেও বাংলা ক্যালেন্ডারের অনেক চাহিদা ছিল। যত বছর পেরোচ্ছে, চাহিদা কমছে।

West Bengal Weather Update : চরম গরমে নাভিশ্বাস, স্বস্তির বৃষ্টি কবে?
হতে পারে যে আর বছর দশেক পরে একেবারেই চাহিদা কমে যাবে”। উত্তর প্রদেশ থেকে ক্যালেন্ডার তৈরির কাজে এখানে এসেছেন এক কর্মী। তিনি বলেন, “বেশ কয়েক বছর ধরে আমি এখানে আসি ক্যালেন্ডার তৈরি করতে। কিন্তু ধীরে ধীরে চাহিদা কমছে। এভাবে যদি চলে তাহলে এই কাজে এসে খুব একটা লাভ হবে না। আর কত বছর পয়লা বৈশাখের আগে আসতে পারব, সেটা নিয়েই ভাবছি”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *