Uttar Dinajpur : ‘মারের বদলা মার…’, ইটাহারে তৃণমূলকে হুঙ্কার কংগ্রেস জেলা সভাপতির – controversial statement by congress district president at uttar dinajpur party meeting


West Bengal News : ‘মারের বদলা মার…’ তৃণমূলকে হুঁশিয়ারি কংগ্রেস নেতার। উত্তর দিনাজপুর জেলায় ইটাহারে কংগ্রেসের এক সভা থেকে বিতর্কিত মন্তব্য কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তর। এদিনের সভার মাঝে তাঁর হুঙ্কার, “আমাদের যদি কেউ মারে, আমাদের যদি পুলিশ এবং মস্তান বাহিনী মারে, তাহলে আমরাও রুখে দেব।তৃণমূল কংগ্রেসযদি মনে করে কালিয়াচক থেকে মস্তান আনবে, তাহলে আমরাও কথা বলে রেখেছি, কিষানগঞ্জ থেকে মস্তান বাহিনী এনে তৃণমূলের হাত কেটে দেব। রুখে দেব, মারের বদলা মার, নাহলে তৃণমূল কংগ্রেসকে মারা যাবে না।”

Dakshin Dinajpur TMC : জেলা কমিটি থেকেও ‘নির্বাসিত’ দণ্ডিকাণ্ডে অপসারিত প্রদীপ্তা!
বৃহস্পতিবার দুপুরে ইটাহারে একটি দলীয় যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। তাঁর বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। উত্তর দিনাজপুরের ইটাহারের চৌরাস্তা মোড়ে উল্কা ক্লাবের সামনে কংগ্রেসে যোগদান কর্মসূচি ছিল।

সেখানে ইটাহারের প্রাক্তন তৃণমূলের বিধায়ক অমল আচার্য্যর গোষ্ঠীর বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন পুরপতি তথা কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত।

উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনের পর উত্তর দিনাজপুর জেলাতেও আবারও মাটি শক্ত হতে শুরু করেছে কংগ্রেসের। আর এতেই বিগত ২০১৭ সালের রায়গঞ্জ পুরসভা নির্বাচন বা ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হবে না, তার জন্যেই এই হুঁশিয়ারি বলে মোহিত সেনগুপ্তর দাবি। এদিন তিনি আরও বলেন, “মানুষ এবার জবাব দেবে। মানুষ প্রতিরোধ করবে। ২০১৮ -র পঞ্চায়েত এবারে হবে না।”

Balurghat News : ‘প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটি’, বিতর্কের মধ্যে মুখ খুললেন তৃণমূলে যোগ দেওয়া মহিলারা
তৃণমূল রুখতে এলে পালটা জবাব দিতে কংগ্রেসও প্রস্তুত থাকবে বলেই তাঁর দাবি। অন্যদিকে, মোহিতকে ‘৭২-এর গুন্ডা’ বলে পালটা কটাক্ষ করেছে শাসক শিবির। এদিন এই বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখিয়েই আমাদের ভোট হবে। তৃণমূল গুন্ডাগিরি করে না। আমাদের কোনও গুন্ডার প্রয়োজন পড়ে না।”

কারা গুন্ডাগিরি করে তা কংগ্রেসের জেলা সভাপতিই বলে দিয়েছেন বলে বলেন তৃণমূলের সন্দীপ বিশ্বাস। তবে এক সময়ের কংগ্রেসেরই গড় বলেই পরিচিত ছিল উত্তর দিনাজপুর জেলা। পরবর্তীতে সেই মাটি হাতছাড়া হয়ে শাসক তৃণমূলের দখলে যায়। এবারে রাজ্য জুড়ে চলা দুর্নীতি কাণ্ডের পর মুর্শিদাবাদ সহ উত্তর দিনাজপুর জেলাতেও ফের মাটি শক্ত হতে শুরু করেছে কংগ্রেসের বলে দাবি।

Nadia TMC : জেলা কমিটি ঘোষণার দিনেই তৃণমূলে ভাঙন, নদিয়ায় কংগ্রেসে যোগ ২০০ পরিবারের
আর আসন্ন পঞ্চায়েতের আগে হারানো জমি পুনরুদ্ধারে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের এই বিস্ফোরক মন্তব্য বলে দাবি দলীয় কর্মীদের।যদিও পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরণের উত্তপ্ত বাগযুদ্ধ আরও বাড়বে বলেই ধারণা ওয়াকিবহাল মহলে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *