Abhishek Banerjee: ‘শাহ বাংলার সব বকেয়া মিটিয়ে দিন, আমি এখনই রাজনীতি ছেড়ে দেব!’ বিস্ফোরক অভিষেক


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বীরভূমের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড়া সুরে বিঁধেছিলেন অমিত শাহ। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন অভিষেক। ফের সরব হলেন, বাংলার বকেয়ার দাবিতে। অভিষেকের চ্যালেঞ্জ, ‘অমিত শাহ বাংলার বকেয়া সব টাকা মিটিয়ে দিন, আমি এখনই রাজনীতি ছেড়ে দেব!’

কড়া ভাষায় টুইট করেছেন অভিষেক।  লিখেছেন, ‘অমিত শাহ আপনি আমার কল্পনাপ্রসূত অসুস্থতার কথা বলেছেন। কিন্তু বিজেপি বাংলায় যে ক্ষতি করছে, সেই ব্যাপারে কোনও কথা বলার প্রয়োজনীয়তা আপনি বোধ করেননি। তবে আমার অস্তিত্ব যদি আপনাকে এতটাই যন্ত্রণা দেয়, তাহলে এখনই আমার রাজ্যের বকেয়া দেড় লাখ কোটি মিটিয়ে দিন, কথা দিচ্ছি আমি নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেব।’

প্রসঙ্গত, এদিন কেষ্টহীন বীরভূমে দাঁড়িয়ে ২০২৪ লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসন বিজয়ের টার্গেট বেঁধে দেন শাহ। বীরভূমের লাল মাটি থেকে এদিন কী বার্তা দেন অমিত সেদিকে নজর ছিল গোটা রাজ্যেরই। এদিন অমিত শাহ সরাসরি আক্রমণ করেন রাজ্যের শাসক দলকে। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘২৪-এর বিজেপি জিতলে বাংলায় রামনবমীর মিছিলে কেউ আক্রমণ করার সাহস পাবে না।’ এই সময়ে অমিত শাহর বঙ্গ সফর যে গুরুত্বপূর্ণ তা আগেই আঁচ করা গিয়েছিল। এদিন বীরভূমের জনসভা থেকে সরাসরি তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সিউড়ির মঞ্চ থেকে কেষ্টহীন বীরভূমে হিন্দুত্বের অস্ত্রে এগিয়ে চলার মন্ত্র দেন শাহ। শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে অমিত শাহ দাবি করেন, ‘লোকসভা ভোটে বিজেপিকে বেশি ভোট দিন। তাহলে ২৫-এর আগেই দিদির সরকার পড়ে যাবে।’ 

আরও বলেন, ‘২০২৪ ভোটে বাংলা থেকে ৩৫-এর বেশি সিটে বিজেপিকে জিতিয়ে মোদীকে প্রধানমন্ত্রী করবেন তো? আপনারা অনুপ্রবেশ চান? ২৪-এ ৩৫ সিট দিন। ২৫ এর আগেই মমতা থাকবে না। বাংলায় বিজেপি এলে আর রামনবমীর ওপর হামলা হবে না। রিষড়া, হাওড়ায় হামলা হল। রামনবমীর মিছিল বাংলায় বেরোনো উচিত না উচিত নয়?  তুষ্টিকরণের রাজনীতির জন্যই এত সাহস হল।’ তাঁর স্পষ্ট বক্তব্য, ‘দিদি- ভাতিজার অন্যায়ের বিরুদ্ধে একমাত্র রাস্তা বিজেপি। মমতার লক্ষ্য কেবল অভিষেককে মুখ্যমন্ত্রী করা।’ কিন্তু আগামীর মুখ্যমন্ত্রী বিজেপির হবে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

আরও পড়ুন, Kunal Ghosh: ‘শাহের কথায় ঝুলি থেকে বেড়াল বেরল!’ তীব্র কটাক্ষে অমিতকে বিঁধলেন কুণাল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *