প্রসেনজিৎ মালাকার: তৃণমূলের তিন কোটি টাকার পার্টি অফিসের পরে এবার বিজেপির সাড়ে তিন কোটি টাকার পার্টি অফিস। বীরভূমে যেন এই কোটি টাকার পার্টি অফিসই এখন ট্রেন্ড।
বাম আমলে সিউড়ির ভট্টাচার্য পাড়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল সিপিএমের পার্টি অফিস সুরেন শরদিস ট্রাস্ট ভবন। তারপর ২০১৮ সালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে বীরভূমের বোলপুরে অনুব্রত মণ্ডল তৈরি করেন ঝাঁ চকচকে মোজাইক করা, শীততাপ নিয়ন্ত্রিত পার্টি অফিস।
এই পার্টি অফিসটি সম্পূর্ণভাবে মুড়ে ফেলা হয়েছিল সিসিটিভি ক্যামেরায়। অনুব্রত মণ্ডল ছাড়াও এই পার্টি অফিসে ছিল দুই মন্ত্রীর জন্য আলাদা আলাদা কক্ষ। এছাড়াও ছিল সভাঘর সহ অন্যান্য অনেক সুযোগ-সুবিধা।
আরও পড়ুন: Jalpaiguri: ভেঙে পড়ল হিমঘর! বিষাক্ত গ্যাসে অসুস্থ বেশ কয়েকজন, এলাকায় আতঙ্ক
এর পাঁচ বছর পরে এবার বীরভূমে উদ্বোধন হতে চলেছে বিজেপির জেলা কার্যালয়ের। এই কার্যালয়ের উদ্বোধন করবেন অমিত শাহ। সূত্রের খবর, এই কার্যালয় তৈরিতে খরচ হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকারও বেশি। কয়েক বছর আগে এই পার্টি অফিস তৈরির জন্য ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে কেনা হয়েছিল দশ কাঠা জমি। এই জমির বর্তমান বাজার মূল্য কাঠা প্রতি ১০ লাখ টাকা।
আরও পড়ুন: Cooch Behar: মেয়েদের পোশাক পরা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের! কেন মৃতের দেহে নারীপোশাক?
এই জমির উপরেই তৈরি হয়েছে তিনতলা এই নতুন পার্টি অফিস। এবং পুরোটাই সম্পূর্ণভাবে মোজাইক করা। এখানে রয়েছে মিটিং হল থেকে শুরু করে বেশ কয়েকটি রুমও। এখানেও রয়েছে এসি।
সূত্রের খবর, ‘পার্টি অফিস উদ্বোধনের আগে একশ কুড়িটি নতুন ফ্যান লাগানো হয়েছে। পাশাপাশি লাগানো হয়েছে এসিও। এছাড়াও শুধু ইলেক্ট্রিক্যাল ওয়েরিং এর জন্য খরচ হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। তিনতলা এই পার্টি অফিসের বেশ কিছু কক্ষে লাগানো হয়েছে এসি। আর মোট খরচ প্রায় সাড়ে তিন কোটি টাকা’। যদিও এই পার্টি অফিস তৈরির খরচ নিয়ে পার্টির তরফে অফিশিয়ালি কিছু জানানো হয়নি এখনও।