BJP TMC : বালুরঘাটে BJP বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর-লুটের অভিযোগ, অভিযুক্ত ২ তৃণমূল কর্মী – vandalism and loot at bjp booth president house at balurghat


West Bengal News : পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ততো বাড়ছে। BJP-র বুথ সভাপতি ও তাঁর বাবা-মাকে মারধর এবং বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠে এল। বাড়ি থেকে নগদ টাকা ও গয়না লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে বালুরঘাটে।
অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনি এলাকায়। জানা গিয়েছে, বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা ২৪ নম্বর পার্টের বুথ সভাপতি বিকাশ সরকার ও ওই এলাকার সিভিক ভলান্টিয়ার সমীর রাজবংশীর মধ্যে গতকাল রাতে বচসা হয়।

TMC Vs BJP : ‘আক্রান্ত’ দলীয় কর্মীকে দেখতে গিয়ে নিজেই জখম BJP-র মণ্ডল সভাপতি! অভিযোগের তির তৃণমূলের দিকে
পরে ঘটনাস্থল থেকে চলে আসে বিকাশ৷ অভিযোগ, এরপর রাত দুটোর দিকে আচমকাই বিকাশের বাড়িতে চড়াও হয় সমীরের দুই মামা সিরাজ ও বনোমালি সরকার। বাড়ি ভাঙচুর পাশাপাশি মারধর করা হয় বিকাশ ও তাঁর মা প্রতিমা সরকার ও বাবা অমল সরকারকে বলে অভিযোগ।

দা, হাঁসুয়া নিয়ে হামলা চালানো হয় বাড়িতে৷ টিনের দরজা সহ বাড়ির সব কিছু ভাঙচুর করা হয়। মোটর বাইক, টোটো সহ ঘরের ভিতরের একাধিক জায়গায় ভাঙচুর চালানো হয়৷ এমনকি ২০ হাজার টাকা ও সোনার হার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওই BJP নেতার।

TMC BJP Clash : BJP-র বৈঠক চলাকালীন তৃণমূলের হামলার অভিযোগ তুফানগঞ্জে! জখম বুথ সভাপতি
এবিষয়ে আক্রান্ত বুথ সভাপতি বিকাশ সরকার বলেন, “রাজনৈতিক দলাদলি নিয়েই গতকাল বচসা হয়েছিল। এরপর রাতে বাড়ি ভাঙচুর করা হয়। বাড়ি ভাঙচুরে বাধা দিলে মারধর করা হয় আমার মা, বাবাকেও। এমনকি ২০ হাজার টাকা ঘরে ছিল তা নিয়ে গিয়েছে। এছাড়াও মায়ের গলা থেকে সোনার মালা নিয়ে চম্পট দিয়েছে।”

এবিষয়ে BJP-র টাউন মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানিয়েছেন, BJP করার জন্য তাঁদের বুথ সভাপতি ও তাঁর পরিবারকে মারধর করা হয়। এমনকি পুরো বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে।যারা করেছে এই ঘটনা তাঁরা সকলে তৃণমূলের কর্মী

Bardhaman News : মেয়ের বিয়ের প্যান্ডেলের খুঁটি পোঁতাকে ঘিরে সংঘর্ষ, জখম তৃণমূল কর্মী
যদিও তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানিয়েছেন, এই বিষয়টি সম্পূর্ণ পারিবারিক ঘটনা৷ এখানে রাজনীতির কোনও বিষয় নেই। BJP অহেতুক এর সঙ্গে তৃণমূলের নাম যোগ করতে চাইছে।পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিশ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *