Digha Beach: বিপদ আসন্ন? ধু ধু করছে দিঘার সমুদ্র সৈকতে মাইকিং প্রশাসনের, হলটা কী? – tourists are avoiding digha beach due to heat wave


বাঙালির বহু প্রতীক্ষিত ছুটির গোল্ডেন উইকেন্ড। সংবিধান প্রণেতা বি আর অম্বেদকরের জন্মদিন উপলক্ষে আজ অর্থাৎ শুক্রবার ছুটি। সঙ্গে চৈত্র সংক্রান্তি। আবার শনিবার পয়লা বৈশাখ। সাধারণত ভ্রমণপ্রিয় বাঙালি পড়ে পাওয়া ছুটির স্বাদ চুটিয়ে উপভোগ করতে ভিড় জমায় প্রিয় সমুদ্র সৈকত দিঘায়। কিন্তু এমন উৎসবের সপ্তাহান্তে দিঘাতে একদম উলটো চিত্র। ধু ধু করছে সমুদ্র সৈকত। হোটেলে দেখা মিলছে হাতে গোণা পর্যটকদের।বাঙালির প্রেম থেকে ব্রেকআপ, আড্ডা থেকে অবকাশ, হনিমুন থেকে পরকীয়া সবেরই সেরা ডেস্টিনেশন দিঘা। সাধারণত ছুটির দিন বা উইকএন্ড, পর্যটকদের ভিড়ে দিঘায় পা রাখা হয় দায় । কিন্তু এই সপ্তাহে এমন উৎসবের মরশুমেও দিঘার হোটেল বুকিংয়ের চরম দুর্দশা দেখে মাথায় হাত হোটেল মালিকদের।

Digha Beach: সমুদ্রপাড়ে ‘কফি হাউস’-এর আড্ডা! মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিঘায় স্বরবর্ণ ক্যাফে

কারণ, বাঙালির দিঘা প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে এই ভয়ানক তাপপ্রবাহ । আগুন ঝরাচ্ছে সূর্য। গত কয়েকদিন ধরে বেলা বাড়তেই বাইরে গরম হলকা। চামড়া পোড়াচ্ছে গরম। চাঁদিফাটা রোদ ও তাপপ্রবাহের কারণে দিঘা থেকে মুখ ফিরিয়েন পর্যটকেরা বলে মনে করছেন হোটেল ব্যবসায়ীরা।

গত দিন কয়েক ধরে দক্ষিণবঙ্গে যেন তাপপ্রবাহের ভয়াবহ দাপট। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। প্রতিদিন নিজের রেকর্ড নিজেই ভাঙছে পারদ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির পাশাপাশি তাপপ্রবাহ লু-এর সতর্কতা জারি রয়েছে। শুক্রবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯। যদিও এই মুহূর্তে কলকাতা, বর্ধমান, আসানসোল, মালদা, পুরুলিয়ার থেকে কয়েক ডিগ্রি কম দিঘার তাপমাত্রা। তাই শান্তির খোঁজে এই গরমেও সমুদ্র স্নানে অনেকেই ভিড় জমাচ্ছেন।

Kolkata Temperature : বাংলা জ্বলছে রোদের তাপে, তাতেও মজার রসদ মিম-এ

তবে দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষে বিপ্রদাস চক্রবর্তী বলেন, এই সপ্তাহে দিঘার হোটেল বুকিং সত্যিই অনেক কম। বাকি ছুটির সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পর্যটকের সংখ্যা কম। গরমের কারণেই এমন ঘটেছে বলে মনে করছেন তিনি।

Darjeeling Tourism : দার্জিলিং বেড়াতে গিয়ে শরীর খারাপ! কোথায় পাবেন ডাক্তার? সেভ করুন গুরুত্বপূর্ণ নম্বর

পর্যটক কম হলেও এই দাবদাহে সমুদ্র সৈকতে ভরদুপুরে মানুষকে বার বার বেরতে বারণ করছে প্রশাসন। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ এর এক্সিকিউটিভ অফিসার মানস কুমার মণ্ডল জানান, ”প্রতিনিয়ত তাপমাত্রা বাড়ছে আগত পর্যটক থেকে পর্যটকরা যাতে সুরক্ষিত থাকে তার জন্য মাইক করে সাধারণ মানুষকে জানানোর কথা দিঘার উপকূল এলাকার থানাগুলিকে জানানো হয়েছে। মাইকিং করে দিঘায় আগত পর্যটক থেকে সাধারণ মানুষকে সতর্কীকরণ করা হয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *