Dondi Controversy : ‘আদিবাসীরা আমাদের পাশেই আছে…’, দণ্ডি বিতর্ক উড়িয়ে জনসংযোগে নতুন মহিলা সভানেত্রী – dakshin dinajpur tmc new district mahila president started communication with tribal society


West Bengal News : দণ্ডি ইস্যুতে আদিবাসী সমাজের হয়ে আওয়াজ তুলেছে BJP। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় আদিবাসী জনসমাজের অবস্থান চিন্তায় ফেলেছে তৃণমূলকেও। তবে এত কিছুর ঘটনার পরেও আদিবাসী সমাজের মানুষ তাঁদের পাশে আছেন বলেই দাবি করলেন দক্ষিণ দিনাজপুরের নতুন জেলা মহিলা সভাপতি স্নেহলতা হেমব্রম। শুক্রবার নিজের দলনেত্রীর শুভ কামনায় পুজো দেন নব্য সভাপতি।

দণ্ডি কাণ্ডের জেরে জেলা তৃণমূলের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে সরিয়ে সে জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আদিবাসী মুখ স্নেহলতা হেমব্রমকে। দায়িত্ব পাওয়ার পর শুক্রবার বালুরঘাট ব্লকের চকরামে আদিবাসী সম্প্রদায়ের ভগবান জাহেরথান ও মাঝিথানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় পুজো দিলেন জেলা মহিলা নেত্রী। এই পুজোর মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করলে দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম।

Trinamool Congress : দণ্ডি কাটিয়ে দলে যোগদানের ঘটনার জের! তড়িঘড়ি জেলা মহিলা সভাপতি বদল তৃণমূলের
পুজো উপস্থিত ছিলেন আদিবাসী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সন্তোষ হাঁসদা। বোল্লা রক্ষাকালী মন্দিরে পুজো দেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী। এছাড়াও চকরাম এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে জনসংযোগ করেন তিনি।

আদিবাসী সম্প্রদায় মানুষরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা তার ব্যাপারেও খোঁজ খবর নেন। সেখানেই তিনি বলে, “আদিবাসী মানুষজন আমাদের পাশে আছেন। আমাদের জন্য দিদি যা করেছেন, তা এর আগে আর কেউ করিনি।”

Dakshin Dinajpur : ‘তৃণমূলের সঙ্গেই আছেন’, দণ্ডিকাণ্ডে সাফাই শাসকদলের নেতার
প্রসঙ্গত,সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলায় আদিবাসী তিন মহিলাকে দণ্ডি কাটিয়ে তৃণমূলে যোগদানকরানো হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনা জানাজানির পর থেকেই রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই মহিলা তৃণমূলের জেলা সভানেত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

দ্বায়িত্ব পাওয়ার পর থেকেই আদিবাসী মানুষদের সঙ্গে আরও জনসংযোগ নিবিড় করতে উদ্যোগী হয়েছেন স্নেহলতা। গোটা জেলার আদিবাসী গ্রামে গিয়ে গিয়ে আরও বেশি করে জনসংযোগ করবেন বলে তিনি জানিয়েছেন। তৃণমূল মহিলা সভাপতি স্নেহলতা হেমব্রম বলেন, “দ্বায়িত্ব পাওয়ার পর আজ জায়েরথান ও মাঝিথানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল ও সুস্থতা কামনায় পুজো দিলাম। অহমি দিনে আদিবাসী সমাজের জন্য আরও কাজ করতে পারব আশা করি।”

Bangla Bandh News : সোমবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক আদিবাসী সেঙ্গেল অভিযানের
তবে স্থানীয় BJP নেতৃত্ব জানিয়েছে, আদিবাসী ক্ষতে প্রলেপ দিতেই এই পদক্ষেপ তৃণমূলের।দণ্ডির ঘটনাটি নিয়ে এখনও আসল দোষীরাই সাজা পায়নি। যতই চেষ্টা করা হোক, পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী সমাজ এর জবাব দেবে বলে মত BJP-র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *