Durgapur Crime : মর্নিং ওয়াক করতে গিয়ে নিখোঁজ! শিক্ষকের দেহ উদ্ধারে রহস্য দুর্গাপুরে – durgapur school teacher body found from drain police started probe


মর্নিং ওয়ার্ক করতে গিয়ে নিখোঁজ হয়ে যান শিক্ষক। এদিন তাঁরই মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে মর্নিং ওয়াক করতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান পেশায় স্কুল শিক্ষক শুভাশিস গঙ্গোপাধ্যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুল শিক্ষক দুর্গাপুরের বিধাননগর এলাকার বাসিন্দা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বৃহস্পতিবার রাতেই ওই স্কুল শিক্ষকের দেহ ড্রেনে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীরা খবর দেয় দুর্গাপুর নিউ টাউনশিপ থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

Purulia School : হস্টেল থেকে উদ্ধার একাদশ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য পুরুলিয়ার স্কুলে
পুলিশ এসে ওই শিক্ষকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের জন্য ওই স্কুল শিক্ষকের দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায় শুভাশিস বাবুর দেহে আঘাতের চিহ্ন রয়েছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের পরই।

স্থানীয় বাসিন্দার পাশাপাশি পুলিশের প্রশ্ন, সকাল থেকে ওই স্কুল শিক্ষক নিখোঁজ ছিলেন। তাঁকে এলাকায় খোঁজাখুজির পরও পাওয়া যায়নি। তবে ড্রেনের ধারে তাঁর মৃতদেহ কোথা থেকে এল, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Vande Bharat Express: ফের বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল! অভিযুক্তকে চিহ্নিত করতে স্কুলেও খোঁজ পুলিশের
স্থানীয় বাসিন্দা বলেন, “স্থানীয়দের থেকে জানতে পারি যে এই স্কুল শিক্ষককে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। এর পিছনে অনেক কারণই হতে পারে।পোস্টমর্টেম হলে খুনের আসল কারণ জানতে পারা যাবে। কীভাবে মৃত্য হয়েছে সেটা আমরা বলতে পারছি না।তবে বিধাননগরের মতো অভিজাত এলাকায় এরম ড্রেনের উপর দেহ পড়ে থাকার ঘটনা অস্বাভাবিক। শুনলাম উনি মর্নিং ওয়াক করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। বিস্তারিত জানা যাবে পোস্টমর্টেম হলে।”

রাজ্যে শিক্ষক নিয়োগে বিস্তর গরমিল সামনে এসেছে। আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন অনেকে। সেখানে এক শিক্ষকের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Alipurduar Assault : নদীর পারে গোরু চড়াতে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ ৫ যুবকের! আলিপুরদুয়ারে চাঞ্চল্য
অন্যদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে তেড়েফুঁড়ে নেমেছে সিবিআই। ইতিমধ্যেই বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আজই হঠাৎ করে মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হানা দেন সিবিআই গোয়েন্দারা। তাঁর বাড়ির গেট বন্ধ করে জিজ্ঞাসবাদ করা হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। আগামী দিনে এই মামলা কোন দিকে যায়, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *