Howrah News : উলুবেড়িয়া রেল লাইনের ধার থেকে উদ্ধার যুবকের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা – body found near rail line at uluberia


West Bengal News : রেল লাইনের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ার কৈজুড়ী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুজিত ঘোড়ুই (২৬)। স্থানীয় এক যুবকের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে উলুবেড়িয়া GRP-তে। বচসার পর রাগের বসে স্থানীয় যুবক সুজিত ঘোড়ুইকে হত্যা করেছে বলে দাবি পরিবারের। যদিও অভিযুক্ত যুবক অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার কৈজুড়ী এলাকায় নীল ষষ্ঠীর মেলা চলছিল। সেই মেলায় ঘুরতে গিয়েছিল সুজিত ঘোড়ুই। মেলাতে স্থানীয় একটি যুবকের সঙ্গে সুজিতের কথা কাটাকাটি হয় বলে পরিবারের লোকজনের দাবি। এমনকি সুজিতকে ‘দেখে নেব’ বলে হুমকিও দেওয়া হয় বলে পরিবারের তরফে অভিজোগ করা হয়েছে। এরপর শুক্রবার সকালে রেল লাইনের ধার থেকে সুজিতের দেহ উদ্ধার করা হয়।

Bardhaman News : রাজু ঝাঁ হত্যার ঘটনাস্থলের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য শক্তিগড়ে
মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুজিতকে খুন করা হয়েছে। ঘটনায় মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী যুবক সুব্রত মণ্ডলের নামে উলুবেড়িয়া GRP-তে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উলুবেড়িয়া GRP মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে যুবকের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে RPF।

Uttar 24 Pargana : রাস্তা আটকে তরুণীকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, বনগাঁয় গ্রেফতার ৩ যুবক
মৃত যুবকের পরিবার সূত্রে খবর, মেলায় আগের দিন অনেক রাত পর্যন্ত ছিল সুজিত। পরিবারের লোকজনের বক্তব্য, সেই সময় মেলায় আসা প্রতিবেশী যুবক সুব্রত মণ্ডল-এর সঙ্গে সুজিতের ঝামেলা হয়। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও সুব্রত সুজিতকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ।

পরে শুক্রবার সকালে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে উলুবেড়িয়ার কৈজুরী এলাকায় রেললাইনের পাশ থেকে সুজিতের মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের দাদা সুরজিৎ জানায়, মেলায় ঝামেলা চলাকালীন সুব্রত বারে বারে ভাইকে হুমকি দিচ্ছিল। গভীর রাতে বাড়ি ফিরে শুনি ভাই বাড়ি ফেরেনি। পরে সকালে রেল লাইনের পাশ থেকে ভাইয়ের মৃতদেহ উদ্ধার হয়। ভাইকে মেরে দেওয়া হয়েছে তাঁর অনুমান।

Alipurduar News : মাকে গলা টিপে খুন ছেলের, চাঞ্চল্যকর ঘটনা আলিপুরদুয়ারে
সুরজিৎ আরও অভিযোগ করেন, ভাইয়ের মৃতদেহ উদ্ধারের পর GRP-তে অভিযোগ জানাতে গেলেও পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে। পরে অবশ্য তাঁরা অভিযোগ নেয়। অন্যদিকে, সুব্রত মণ্ডল-এর বক্তব্য, দু,জনের মধ্যে একটা ঝামেলা হলেও সেটা মিটে গিয়েছিল। সকালে শুনলাম রেললাইনের পাশ থেকে সুজিতের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে ওর মৃত্যুর বিষয়ে আমি কিছু জানি না বলে জানান সুব্রত মণ্ডল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *