Jalpaiguri Gas Leak : হিমঘরের ছাদ ভেঙে বিষাক্ত গ্যাস লিক, আতঙ্কে ময়নাগুড়ির বাসিন্দারা – gas leak from jalpaiguri cold storage fear spread out local area


West Bengal News : সম্প্রতি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশে ছাদ ধসে গিয়ে হিমঘরের একটি অংশ সম্পূর্ণ ভেঙে পড়ে। এর ফলে হিমঘরের অ্যামোনিয়া গ্যাসের পাইপের ক্ষতিগ্রস্ত হয়েছিল। গ্যাস ছড়িয়ে পড়ে আশেপাশে এলাকায় ন’জনের অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

গ্যাসের প্ল্যান্ট বন্ধ করার জন্য NDRF-কে ডাকা হয়। রাতেই জাতীয় বিপর্যয় মোকাবিলার ৩০ জনের দল অ্যামোনিয়া গ্যাসের মূল প্ল্যান্ট বন্ধ করে দেয়। কিন্তু পাইপ লাইনে বিষাক্ত গ্যাস এখনও রয়ে গিয়েছে। সেই কারণে স্থানীয় বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ব্লক প্রশাসনের তরফে জানা গিয়েছে, স্থানীয়দের সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী শিবিরে রাখা হয়েছে।

Cold Storage Accident : ময়নাগুড়িতে হিমঘরের ছাদ ভেঙে বিপত্তি, বিষাক্ত গ্যাসে অসুস্থ একাধিক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৯ এপ্রিল ময়নাগুড়ি জল্পেশ মেলার মাঠ সংলগ্ন এলাকার একটি হিমঘরের এক অংশের ছাদ বসে যায়। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরেই এলাকাবাসীরা দাবি করছিলেন, যে কোনও মুহূর্তে হিমঘরের বাকি অংশ ভেঙে পড়তে পারে। এমনকী বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে সমস্যা হতে পারে, সেকথাও প্রশাসনকে জানানো হয়েছিল। তবে তাঁরা কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ। ওই হিমঘরে এই ধরনের ঘটনার পর আলু রাখা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন চাষীরা।

স্থানীয় প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা। স্থানীয় এক বাসিন্দা এই প্রসঙ্গে বলেন, “হিমঘররে ছাদ ভেঙে পড়ার পর স্থানীয় প্রশাসনকে জাানানো হয়েছিল। যে কোনও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেই কথাও জানার পরও কোনও পদক্ষেপ করা হয়নি। এখন স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বিদ্যালয়ে অস্থায়ী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।”

Duare Sarkar 2023 : দুয়ারে সরকার শিবিরে ভাঙচুরের অভিযোগ BJP-র বিরুদ্ধে, প্রতিবাদে পথ অবরোধ তুফানগঞ্জে
এই প্রসঙ্গে ময়নাগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সিতেশ বর বলেন, “অ্যামোনিয়া গ্যাসের কারণে মানুষের চোখ জ্বালা, শ্বাসকষ্ট ও বমি হয়। বেশি পরিমাণং গ্যাস পেটে চলে গেলে জীবনের ঝুঁকি থাকে। অসুস্থদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।”

Nadia School News : স্কুলের ছাদে হনুমানের দাপাদাপি! চাঙর খসে পা ভাঙল তৃতীয় শ্রেণির ছাত্রীর
প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গে ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী বলেন, “আমরা ইতিমধ্যেই বাসিন্দাদের অস্থায়ী শিবিরে নিয়ে গিয়েছি। আপাতত তাঁরা সেখানেই থাকছেন। এখন আতঙ্কের কিছু নেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে রয়েছে।এলাকায় চা বাগান সহ প্রচুর গাছের ক্ষতি হয়েছে অ্যামোনিয়া গ্যাসের ফলে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *