Jamshedpur FC beat ATK Mohun Bagan by 3-0 before Pohela Baishakh


জামশেদপুর এফসি: ৩ (বরিস, সওয়ার)
এটিকে মোহনবাগান: ০

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএল-এ নজর কাড়তে ব্যর্থ হয়েছিল জামশেদপুর এফসি। তবে সুপার কাপে দুরন্ত পারফরম্যান্স করছে ইস্পাতনগরী। এফিস গোয়াকে হারানোর পর এবার এটিকে মোহনবাগানকে ৩-০ গোলে হারিয়ে দিল জামেশদপুর। রাত পোহালেই বাঙালির গর্বের পয়লা বৈশাখ। বারপুজোর আগের রাতে বাগানকে তছনছ করলেন বরিস সিং, হ্যারি সওয়ারের দল। শুক্রবার অর্থাৎ ১৪ এপ্রিল আইএসএল চ্যাম্পিয়ন দলকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল জামেশদপুর। এদিকে বড় ব্যবধানে হেরে শেষ চারের রাস্তা আরও কঠিন করে ফেলল জুয়ান ফেরান্দোর ছেলেরা।

শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী ছন্দে ধরা দেয় জামশেদপুর। তাঁদের একের পর এক আক্রমণ প্রতিহত করে অবশ্য সবুজ-মেরুনকে অক্সিজেন জুগিয়ে যাচ্ছিলেন বিশাল কাইথ। তবে তা খুব বেশিক্ষণ সম্ভব হয়নি। ২২ মিনিটে দলকে গোল করে এগিয়ে দেন বরিস সিং। প্রথমার্থেই দ্বিতীয় গোলটিও হজম করতে হয় প্রীতম কোটালকে। দ্বিতীয় গোলও তাঁর পা থেকেই এল। 

জামশেদপুর এফসি: ৩ (বরিস, সওয়ার)
এটিকে মোহনবাগান: ০

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএল-এ নজর কাড়তে ব্যর্থ হয়েছিল জামশেদপুর এফসি। তবে সুপার কাপে দুরন্ত পারফরম্যান্স করছে ইস্পাতনগরী। এফিস গোয়াকে হারানোর পর এবার এটিকে মোহনবাগানকে ৩-০ গোলে হারিয়ে দিল জামেশদপুর। রাত পোহালেই বাঙালির গর্বের পয়লা বৈশাখ। বারপুজোর আগের রাতে বাগানকে তছনছ করলেন বরিস সিং, হ্যারি সওয়ারের দল। 
শুক্রবার অর্থাৎ ১৪ এপ্রিল আইএসএল চ্যাম্পিয়ন দলকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল জামেশদপুর। এদিকে বড় ব্যবধানে হেরে শেষ চারের রাস্তা আরও কঠিন করে ফেলল জুয়ান ফেরান্দোর ছেলেরা।

শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী ছন্দে ধরা দেয় জামশেদপুর। তাঁদের একের পর এক আক্রমণ প্রতিহত করে অবশ্য সবুজ-মেরুনকে অক্সিজেন জুগিয়ে যাচ্ছিলেন বিশাল কাইথ। তবে তা খুব বেশিক্ষণ সম্ভব হয়নি। ২২ মিনিটে দলকে গোল করে এগিয়ে দেন বরিস সিং। প্রথমার্থেই দ্বিতীয় গোলটিও হজম করতে হয় প্রীতম কোটালকে। দ্বিতীয় গোলও তাঁর পা থেকেই এল। 

দ্বিতীয়ার্ধের শেষের দিকে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে এটিকে মোহনবাগান। পরিবর্ত হিসেবে নেমে খেলার গতিও বাড়িয়ে দেন কিয়ান নাসিরি। তবে গোলমুখ খুলতে ব্যর্থ হন। সুস্থ হয়ে এদিন প্রথম একাদশে ছিলেন দিমিত্রাস পেত্রাতোস। ফ্রি কিক থেকে এদিন গোল করার সুযোগও পান তিনি। কিন্তু ব্যর্থ হলেন। উলটে শেষ মুহূর্তে কাইথ চেষ্টা করেও সওয়ারের গোলের দিকে নেওয়া শটটি বাঁচাতে পারলেন না। ফলে তিন পয়েন্টই মাঠে ফেলে আসতে হল মোহনবাগানকে।

আরও পড়ুন: Cristiano Ronaldo: জিনেদিন জিদান না জোস মোরিনহো, আল নাসেরের কোচ হিসেবে রোনাল্ডোর পছন্দ কে?

আরও পড়ুন: Roger Federer and Lionel Messi: বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম লেখালেন মেসি, বন্ধু লিওকে ধন্যবাদ জানালেন ফেডেরার

দ্বিতীয়ার্ধের শেষের দিকে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে এটিকে মোহনবাগান। পরিবর্ত হিসেবে নেমে খেলার গতিও বাড়িয়ে দেন কিয়ান নাসিরি। তবে গোলমুখ খুলতে ব্যর্থ হন। সুস্থ হয়ে এদিন প্রথম একাদশে ছিলেন দিমিত্রাস পেত্রাতোস। ফ্রি কিক থেকে এদিন গোল করার সুযোগও পান তিনি। কিন্তু ব্যর্থ হলেন। উলটে শেষ মুহূর্তে কাইথ চেষ্টা করেও সওয়ারের গোলের দিকে নেওয়া শটটি বাঁচাতে পারলেন না। ফলে তিন পয়েন্টই মাঠে ফেলে আসতে হল মোহনবাগানকে।

শেষ ম্যাচে গোয়ার বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান। সেই ম্যাচে জিততেই হবে তাদের। শুধু তাই নয়, গোকুলমের কাছে বড় ব্যবধানে হারতে হবে জামশেদপুরকে। তবেই গোলপার্থক্যে পরের পর্বে যেতে পারে সবুজ-মেরুন, যা কার্যত অসম্ভব।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *