Jhargram News : মাওবাদী নেত্রীর বাড়িতে নোটিশ ঝাড়খণ্ড পুলিশের – notice to maoist leader house by jharkhand police


এই সময়, ঝাড়গ্রাম:মাওবাদী নেত্রী শকুন্তলা মাহাতো ওরফে পুষ্পা ওরফে বর্ষা ওরফে পরীকে আদালতে হাজির হওয়ার জন্য তাঁর মেছুয়ার বাড়িতে নোটিস দিয়ে গেল ঝাড়খণ্ড পুলিশ। বৃহস্পতিবার ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার ভেলাইডিহার মেছুয়া গ্রামে আসেন ঝাড়খণ্ডের বদাম থানার পুলিশ। তাদের সঙ্গে ছিল বেলপাহাড়ি থানার পুলিশও।

Jhargram News : নাবালিকা প্রেমিকাকে নিয়ে উধাও যুবক! ছেলের অপকর্মে শ্রীঘরে বাবা
২০০৯-এ বদাম থানার একটি মামলায় আদালতে কাছে হাজির হওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে শকুন্তলাকে। যখন নোটিস দেওয়া হয়, সেই সময়ে পুষ্পার মেছুয়ার বাড়িতে ছিলেন, তাঁর বাবা, মা, বোন, দাদা ও বৌদিরা। শকুন্তলার বয়স এখন আনুমানিক ৩৭ বছর।। পুষ্পার বাবা লক্ষীকান্ত মাহাতো বলেন, ‘১৯৯৬-এ ১০ বছর বয়সে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।

Dakshin 24 Pargana : চুরির তদন্তে গিয়ে কুকুরের কামড় খেল পুলিশ! নরেন্দ্রপুরে অবাক করা ঘটনা
তার পর বাড়ি আসেনি। আমাদের সঙ্গে যোগাযোগও রাখেনি। সামনে এলে এখন চিনতেও পারব না!’ বদাম থানায় ০৫/২০০৯ কেস নম্বরে ৩০২, ৩০৭, ৩২৬, ৩২৪, ৩৪০, ৩/৪ বিস্ফোরক আইনের ধারায় মামলা রুজু রয়েছে মাওবাদী নেত্রী পুষ্পার বিরুদ্ধে। ওই মামলায় ঝাড়খণ্ডের আদালতে চার্জশিট জমা পড়লেও পুষ্পা নিখোঁজ। সে জন্যই এই নোটিস। বেলপাহাড়ির এসডিপিও উত্তম গড়াই বলেন, ‘এ দিন ঝাড়খণ্ডের পুলিশ এসেছিল বেলপাহাড়ির মেছুয়া গ্রামে পুষ্পা ওরফে শকুন্তলা মাহাতোর বাড়িতে। ওঁর বিরুদ্ধে ঝাড়খণ্ডের বদাম থানার একটি মামলায় নিখোঁজ থাকায় আদালতের নির্দেশে নোটিস দিতে এসেছিল ঝাড়খণ্ড পুলিশ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *