Kolkata Taxi Bus : উধাও বাস-ট্যাক্সি, ভোগান্তি যাত্রীদের – bus and taxi services are not available due to excessive heat passengers facing problems


এই সময়:‘লাইনে কি এই বাসটা? কখন ছাড়বে?’ বাসস্ট্যান্ডে সার দিয়ে দাঁড়িয়ে থাকা বাসের সামনে এসে প্রশ্ন করলেন ক্লান্ত যাত্রী। গাছতলায় বসে গামছা নেড়ে হাওয়া খেতে থাকা স্টার্টার এক বার জানতে চাইলেন, ‘কে বেরোবি?’ ড্রাইভারদের দিক থেকে কোনও জবাব এল না। শেষকালে একজন চালক বললেন, ‘আপাতত বাস বন্ধ। দু’ঘণ্টা পর আবার চলবে।’

Kolkata Traffic Police : কড়া কলকাতা পুলিশ! বাসের উইন্ডস্ক্রিনে রুট লেখা বোর্ড সরনোর নির্দেশ
গরমের দাপটে ভেঙে পড়ার মুখে বেসরকারি গণপরিবহণ ব্যবস্থা। রোদের তেজ চড়া হতেই শহরের রাজপথে ফিকে হতে শুরু করছে বাস-মিনিবাসের সংখ্যা। দুপুর ১টা নাগাদ সেই সংখ্যা কমতে কমতে একেবারে তলানিতে গিয়ে ঠেকছে। যে রুটে ১০ মিনিট অপেক্ষা করলেই বাস পাওয়া যেত, সেই রুটে আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিট অপেক্ষার পরেও বাস পাওয়া যাচ্ছে না দুপুরে। তীব্র গরমে পথচারীর সংখ্যা অনেক কমে গেলেও নিতান্ত দায়ে পড়ে যাঁদের পথে বেরোতেই হচ্ছে, তাঁরা রীতিমতো সমস্যায় পড়ছেন। দীর্ঘ অপেক্ষার পর যে বাস আসছে, সেটাও ভিড়ে ঠাসা। চলন্ত কনসেনট্রেশন ক্যাম্প যেন।

Paschim Medinipur News : মন্থর গতিতে চলছে সম্প্রসারণের কাজ, রাজ্য সড়কে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা
সারাদিন গরম হাওয়া সহ্য করে বাস চালাতে গিয়ে পর পর অসুস্থও হয়ে পড়ছেন চালক এবং কন্ডাক্টররা। বেসরকারি বাসমালিকদের ইউনিয়ন ‘অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি’র সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়ের কথায়, ‘দুপুরের পর পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে পড়ছে যে বাসকর্মীরা বাস নিয়ে বের হতেই চাইছেন না। এর উপরে যাত্রী হওয়ার সম্ভানাও কমে গিয়েছে অনেকটাই।’ রাহুল বলেন, ‘কলকাতার চেয়েও কঠিন অবস্থা বিভিন্ন জেলায়। ড্রাইভার, কন্ডাক্টর অসুস্থ হয়ে পড়ায় অনেক বাস বন্ধ রাখতে হয়েছে।’

SBSTC Bus New Barrackpore To Digha : নিউ ব্যারাকপুর থেকে চালু দিঘার সরকারি বাস পরিষেবা, জানুন সময়-ভাড়া
একই রকম কঠিন পরিস্থিতিতে ট্যাক্সি এবং অনলাইন অ্যাপ ক্যাবের চালকরাও। প্রবল গরমে সবচেয়ে কঠিন হচ্ছে ঠান্ডা জল সংগ্রহ করা। বেসরকারি বাসচালক রবি সাঁতরা বা অ্যাপ ক্যাব চালক রমেশ মণ্ডলের বক্তব্য, ‘গাড়িতে রাখা জল কিছুক্ষণ পরেই ফুরিয়ে যাচ্ছে। রাস্তার কল থেকে আমরা যে জল ভরছি সেটা গরম আগুন। খাওয়া যাচ্ছে না।’

Traffic Update Today : চাঁদিফাটা রোদে পোহাতে হবে যানজট? জেনে নিন শহরের ট্রাফিক আপডেট
অনলাইন অ্যাপ ক্যাব চালকদের সংগঠন ‘অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডে’র সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের সংগঠনের চালকদের জানানো হয়েছে, সামান্যতম শারীরিক অস্বস্তি হলেই সুস্থবোধ না করা পর্যন্ত বিশ্রাম নিতে।’ অ্যাপ ক্যাবের চালকদের জন্যে শহরের বিভিন্ন জায়গায় পানীয় জল দেওয়ার ব্যবস্থাও করেছে চালকদের এই সংগঠন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *