Paddy Farming : অজানা রোগে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা ধান, চিন্তায় হাওড়ার চাষিরা – howrah farmers worried as paddy getting infected


West Bengal News : গ্রীষ্মের শুরুতেই অজানা রোগে আক্রান্ত হচ্ছে ধানের‌ শীষ। নষ্ট হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমির বোরো ধান। অজানা রোগের আক্রমণে সাদা হয়ে যাচ্ছে ধানের শীষ। আর এতেই মাথায় হাত হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরা এলাকার চাষিদের।

তবে শুধু হাওড়া জেলার এই অবস্থা দ্বীপাঞ্জল নয় পার্শ্ববর্তী হুগলি এবং মেদিনীপুরের কিছু এলাকাতেও এই সমস্যা দেখা দিয়েছে বলে দাবি চাষিদের। মূলত, এই সময় ধান গাছের শীষ আসে এবং দিন কুড়ির মধ্যে সেই ধানের শীষ পুষ্ট হয়। সেইমত দীপাঞ্চলের বিঘার পর বিঘা জমিতে ধান গাছে ভালো শীষ এসেছিল।

Ganga Erosion : বৈদ্যবাটিতে গঙ্গার ভাঙনে তলিয়ে যেতে বসেছে বেশ কয়েকটি বাড়ি, আতঙ্কে প্রহর গুনছেন বাসিন্দারা
শীষ দেখে চাষিদের মুখে হাসিও ফোটে। কিন্তু কয়েকদিনের মধ্যেই হাওড়ার দ্বীপাঞ্চল দুটি গ্রাম পঞ্চায়েত ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েত চিত্রটা পাল্টে যায়। দেখা যায়, বিঘার পর বিঘা জমির ধানের শীষ সব সাদা হয়ে নষ্ট হয়ে গিয়েছে।

স্থানীয় চাষিদের বক্তব্য, দিন পনেরো আগে ধান গাছের শীষে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। ধান গাছে বিভিন্ন ওষুধ দিয়েও সমস্যার সুরাহা হয়নি। তাঁদের বক্তব্য, দুদিন আগে ধানের শীষ ভালো থাকলেও দু-তিনদিন পরেই কিছু ধানের শীষ ফ্যাকাসে সাদা হয়ে যায়।

Summer Heat : এক বালতি জলের জন্য গোটা ১ দিনের অপেক্ষা! চাঁদিফাটা গরমে নাজেহাল বাসিন্দারা
এরপরেই গোটা জমির ধান সাদা হয়ে গিয়েছে। চাষিদের আশঙ্কা, যেভাবে সংক্রমণ ছড়িয়েছে তাতে নতুন ধানের শীষেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। চাষিদের মতে অজানা রোগে মিনিকেট ধানের শীষের কিছুটা কম ক্ষতি হলেও অন্যান্য ধানের শীষ এস – ৭ , ১০১০, আই আর ৬৪ সহ বেশ কিছু প্রজাতির ধানের শীষ প্রায় ৮০ শতাংশের উপর নষ্ট হয়ে গিয়েছে।

এই প্রসঙ্গে ভাটোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক গায়েন বলেন, “দীপাঞ্চলের সবচেয়ে বেশি চাষ হয় উত্তর ভাটোরার দিকেই। এখানকার হাজার হাজার বিঘার ধান পুরো সাদা হয়ে গিয়েছে।”

চাষিরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, আমরা ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে আছি। ইতিমধ্যে কৃষি দফতরকে বিষয়টি জানানো হয়েছে। সোমবার কৃষি দফতর এবং প্রশাসনের পক্ষ থেকে এলাকা ঘুরে দেখেছে।

Potato Farmer : উঠছে না চাষের খরচ, মাথায় হাত মালদার আলু চাষিদের
আগামী মঙ্গলবাররাজ্য কৃষি দফতরের একটি দলদীপাঞ্চলে গিয়ে ধান জমি ঘুরে দেখার পাশাপাশি চাষিদের সঙ্গে কথা বলবেন বলে জানান বিধায়ক সুকান্ত পাল। প্রয়োজনে চাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হতে পারে বলেও মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *