Partha Arpita Recruitment Scam : বিপুল সম্পত্তির মালিকানা অস্বীকার পার্থ-অর্পিতার! ‘অপা’-র নয়া দাবি ঘিরে ধন্দে ED – partha chatterjee and arpita denial of ownership of huge property seized by ed in recruitment scam


২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির পর অর্পিতার টালিগঞ্জ ও বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা ও বহুমূল্য সোনার গয়না। কোথাও বাড়ি বা গেস্ট হাউজ। কোথাও আবার স্কুল। রাজ্যের বিভিন্ন জায়গায় নামে-বেনামে ‘অপা’-র বিপুল সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি।

Kunal Ghosh News : আদালতে টাকার দায় নিতে অস্বীকার পার্থের, মন্তব্য এড়াল তৃণমূল
ইডি সূত্রে জানা গিয়েছে, ‘অপা’-র যে পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে তাঁর মোট পরিমাণ প্রায় ১১০ কোটি টাকা। তবে সেই সম্পত্তির দায় নিতে চাইছেন না পার্থ-অর্পিতা কেউই। কেন তাঁরা উদ্ধার হওয়া সম্পত্তির দায় নিতে চাইছেন না, সেই প্রশ্নই এখন ভাবাচ্ছে ইডি আধিকারিকদের।

Partha Chatterjee News : বেহালাবাসীকে ফের বার্তা জেলবন্দি পার্থর, তৃণমূলের জাতীয় দলের তকমা খোওয়ানো প্রসঙ্গে রইলেন মৌনই
ইডি সূত্রে জানা গিয়েছে, পার্থ-অর্পিতা দু’জনই জানিয়েছে এই সম্পত্তি তাঁদের নয়। ইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত দু’জনের আইনজীবীদিল্লি গিয়েছে জানিয়ে এসেছে উদ্ধার হওয়া সম্পত্তি তাঁদের মক্কেলদের নয়।আইনজীবী মারফত অর্পিতা ইডিকে জানিয়েছে, তাঁর ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হলেও মালিক তিনি নন। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের পিংলাতে পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে একটি স্কুল রয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, সেই স্কুলের মালিকানাও অস্বীকার করেছেন পার্থ।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে বলেন, “আমরা সমন পেয়েছিলাম ইডির তরফে। কিন্তু, জানিয়ে দিয়েছিল যে উদ্ধার হওয়া সম্পত্তি আমাদের নয়। লিখিতভাবে ইডিকে জানিয়ে দেওয়া হয়েছে।” অন্যদিকে ইডি সূত্রে খবর, ঘনিষ্ঠ মহলে পার্থ জানিয়েছেন উদ্ধার হওয়া সম্পত্তির মালিক তিনি নন। যাঁদের নামে সম্পত্তি রয়েছে তাঁরাই মালিকানা দাবি করবেন।

Primary Recruitment Scam : সব জানতেন মানিক! ED-কে ‘রহস্যজনক ডিল’-র কথা জানালেন রত্না
পার্থ-অর্পিতা যখন দায় নিতে অস্বীকার করছেন, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে এই বিপুল সম্পত্তির দাবিদার তবে কে? ইডি সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীদের মনে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। পার্থ-অর্পিতার নামে অন্য কেউ সম্পত্তি কিনেছেন না কি নিজেদের বাঁচাতেই তাঁরা এই কাজ করছেন, সেই প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারীদের। এদিকে সম্পত্তির দাবিদার না থাকায়ে এই বিপুল সম্পত্তি এখন সরকারে। ফলে আর কোনওদিন এই সম্পত্তির দাবি তাঁরা করতে পারবেন বলেই জানা গিয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। এদিন ফের একবার দলের উপর আস্থা প্রকাশ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, তৃণমূল খুব শীঘ্রই সর্বভারতীয় দলের মর্যাদা ফিরে পাবে। এর পাশাপাশি বেহালা পশ্চিমের মানুষকে নববর্ষের আগাম শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *