Recruitment Scam : নিম্ন আদালতে অযোগ্য আইনজীবী কেন? সিবিআইকে তোপ হাইকোর্টের – why incompetent lawyers in lower courts calcutta high court to cbi


এই সময়:স্কুলে নিয়োগ দুর্নীতির অনেকগুলি মামলার তদন্ত করছে সিবিআই। ধৃত অভিযুক্তদের আদালতে হাজির করানোর সময়ে বেশ কয়েকবার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তদন্তকারীদের। এমনকি কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়েছে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও একটি গুরুতর প্রসঙ্গ তুলেছেন।

Justice Abhijit Ganguly : প্রয়োজনে অভিষেক-কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা, পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এদিন প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে কুন্তল ঘোষের লেখা চিঠির বিষয়ে সওয়াল জবাব চলাকালীন সিবিআইয়ের কৌঁসুলি তথা সহকারী সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্যকে উদ্দেশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘সিবিআইয়ের আইনজীবীরা নিম্ন আদালতে এমন সওয়াল করছেন যাতে কিছু লোক জামিন পেয়ে যায়।

SSC Recruitment : এসএসসি-র নিয়োগ মামলায় আপাতত স্থিতাবস্থা: সুপ্রিম কোর্ট
সিবিআই নিম্ন আদালতে অযোগ্য আইনজীবীদের নিযুক্ত করেছে। অবিলম্বে তাদের বাদ দিতে বলুন।’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পর সিবিআই কৌঁসুলিকে আমতা আমতা করে বিষয়টি যথোপযুক্ত জায়গায় জানানোর আশ্বাস দিতে গেলে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, এরকম চলতে থাকলে তিনি কঠোর পদক্ষেপ করবেন।

প্রসঙ্গত, আলিপুর আদালতে একাধিকবার বিচারকের প্রশ্নবাণের মুখে পড়তে হয়েছে সিবিআইয়ের তদন্তকারী অফিসার এবং তাদের আইনজীবীদের। অনেক সময়ে উপযুক্ত জবাব না-পেয়ে বিচারক উষ্মাও প্রকাশ করেছেন। ধৃত অভিযুক্তদের তরফে আইনজীবীরাও নিম্ন আদালতে সিবিআই কৌঁসুলিকে চেপে ধরেছেন বারবার।

Justice Abhijit Ganguly : ‘অতিচালাকি বরদাস্ত নয়’, কুন্তলের অভিযোগপত্র আদালতে পেশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এই প্রেক্ষিতে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত আইনজ্ঞরা। এর আগে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের অফিসারও বদল করেছেন। এবার নিম্ন আদালতে সিবিআইয়ের কৌঁসুলিদের ক্ষেত্রেও আদালত তেমন কোনও নির্দেশ দেয় কি না অথবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও আগামী দিনে কোনও পদক্ষেপ করে কি না–সেটাই এখন দেখার।

বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন সিবিআই-ইডির তদন্ত প্রক্রিয়া নিয়েও ফের প্রশ্ন তুলেছেন। বিচারপতির মন্তব্য, ‘সিবিআই ইডি এখনও পর্যন্ত দুর্নীতির কোমরের উপরে উঠতে পারেনি। দালালরা তো কমিশন খেয়েছে। আসল টাকাটা গেল কোথায়?’ আদালতের পর্যবেক্ষণ, ‘সিবিআই-ইডি এখনও শরীর পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আশা করি, শীঘ্রই মাথা খুঁজে পাবে।

Recruitment Scam : টাকা নিয়ে চাকরিতে, দীপক জানাকে নিয়ে অনুসন্ধানে সিবিআই
যদি না পারে তাহলে আদালত বাধ্য হবে কঠোর নির্দেশ দিতে।’ নিম্ন আদালতও নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইয়ের কাছে একাধিকবার প্রশ্ন তুলেছে, দুর্নীতিতে মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে কি না অথবা তাদের কতদিনে গ্রেপ্তার করা হবে। শুধুমাত্র বৃহত্তর ষড়যন্ত্রের যুক্তি দিয়ে অভিযুক্তদের দিনের পর দিন জেলে আটকে রাখা যায় না বলে নিম্ন আদালতে ধৃতদের আইনজীবীরাও দাবি করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *