Recruitment Scam : শাহি সফর শুরুতে তৃণমূল বিধায়কের বাড়িতে হঠাৎ CBI হানা! চলছে জিজ্ঞাসাবাদ – cbi questioning baroa trinamool congress mla jiban krishna saha in murshidabad


ফের তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের এক দল। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা সেখানে রয়েছে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় সিবিআই। বাড়িতেই তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, বড়ঞ্রার তৃণমূল বিধায়কের বাড়ির মূলগেট বন্ধ করে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী তৃণমূল বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, চার জন তদন্তকারী অফিসার বিধায়ককে জিজ্ঞাসাবাদ করছেন।

Recruitment Scam : টাকা নিয়ে চাকরিতে, দীপক জানাকে নিয়ে অনুসন্ধানে সিবিআই
তৃণমূল বিধায়কের বাড়িতে এদিন হঠাৎ করেই হানা দেয় সিবিআই আধিকারিকরা। বাড়ির মূল গেট বন্ধ করে দেওয়ার কারণে অনেক তৃণমূল নেতাই এই মুহূর্তে সেখানে আটকে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের সভাপতি সামশের দেওয়ান, মহিলা নেত্রী তথা বড়ঞা পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ টলি বেগম সহ একাধিক নেতৃত্ব এই মুহূর্তে তৃণমূল বিধায়কের বাড়িতেই রয়েছেন।

Narendra Modi : মোদীর ছবিতে জুতোর মালা পরানোর অভিযোগ, তৃণমূলের কর্মীর বিরুদ্ধে নালিশ BJP-র
সিবিআই সূত্রে জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিয়েও তৃণমূল বিধায়ক তা ফেরত দেননি বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কৌশিক ঘোষকে জেরা করে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়িতে সিবিআই এদিন হানা গিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Agnimitra Paul : গ্রেফতারির আশঙ্কায় আদালতে অগ্নিমিত্রা! পুলিশের থেকে তদন্ত রিপোর্ট চাইল হাইকোর্ট
নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। এর আগেই ভাইরাল হওয়া একটি অডিয়ো ক্লিপে বড়ঞার তৃণমূল বিধায়কের নাম শোনা গিয়েছিল। টাকা নিয়ে চাকরি দিতে না পারায় এক ব্যক্তিকে ৫ লাখ টাকা ফের দেওয়ার কথাও জানিয়ছিলেন তৃণমূল বিধায়ক। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেন তৃণমূল বিধায়ক। আজকের এই সিবিআই হানা নিয়ে এখনও তৃণমূল বিধায়ক বা তাঁর ঘনিষ্ঠ মহলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিস্তারিত জানতে রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *