Recruitment Scam : দুটো মোবাইল ফেলা হয়েছে পুকুরের জলে? তৃণমূলের বিধায়কের বাড়িতে তল্লাশি জারি CBI-র – cbi carrying on investigation at tmc mla jiban krishna saha house on recruitment scam


West Bengl News : প্রায় ১০ ঘণ্টা পরেও তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে যাচ্ছে CBI আধিকারিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার রাত ১১ টা পর্যন্ত তল্লাশি জারি রাখা হয়েছে। সূত্রে খবর, বিধায়কের দুটি মোবাইল নাকি পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। সেই কারণে বাড়ি লাগোয়া পুকুরে তল্লাশি চালানো হয়েছে।

শুক্রবার দুপুর ১২টা নাগাদ CBI আধিকারিকরা প্রথম দফায় তল্লাশি শুরু করে তৃণমূল বিধায়কের বাসভবনে। এর পর বেলা ২টো নাগাদ বিধায়কের রঘুনাথগঞ্জের শ্বশুরবাড়িতেও CBI তল্লাশি অভিযান চালায় হয় বলে জানা গিয়েছে। তল্লাশিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে খবর CBI সূত্রে।

TMC BJP : দিল্লিতে CBI দফতরে ‘হেনস্থা’র অভিযোগ প্রসূনের, ‘সেটিং’-এর চেষ্টা কটাক্ষ BJP-র
চাকরিপ্রার্থীদের তালিকা, কোন সময়ে কত টাকা দেওয়া হয়েছে এরকম একাধিক নথিও পাওয়া গিয়েছে বলে দাবি CBI সূত্রে খবর। এদিন দুপুরে বড়ঞার আন্দিতে বিধায়কের বাড়িতে তাঁকে বসিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন CBI আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন জনের মুখে উঠে এসেছে বিধায়কের নাম।

সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিধায়কের কাছে একাধিক বিষয়ে জানতে চাওয়া হয় বলে জানা গিয়েছে। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নাকি টাকার বিনিময় চাকরি পাইয়ে দিয়েছেন। এমনকি চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করতেন বলেও CBI সূত্রে খবর।

Ayan Seal : অয়নের ছেলের সঙ্গে যৌথ ব্যবসা সরকারি আধিকারিকের মেয়ের! আদালতে বিস্ফোরক ED
গোটা রাজ্য নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়। এর মাঝেই অভিযুক্ত বিধায়কের নামে আগেই একটি ভাইরাল হওয়া একটি অডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। এমনকি সেই অডিয়ো ক্লিপে শোনা যায়, টাকা নিয়ে চাকরি দিতে না পারায় এক ব্যক্তিকে ৫ লাখ টাকা ফের দেওয়ার কথাও জানিয়ছিলেন তৃণমূল বিধায়ক।

যদিও গোটা ঘটনার কথা পরে অস্বীকার করেন তৃণমূল বিধায়ক।নিয়োগ দুর্নীতি মামলায় CBI-র হাতে গ্রেফতার হওয়া বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকেবেশ কিছুদিন আগে গ্রেফতার করে CBI। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ‘স্থানীয় এজেন্ট’ জনৈক কৌশিক ঘোষ সম্পর্কে তথ্য পান তদন্তকারী আধিকারিকরা।

Recruitment Scam : শাহি সফর শুরুতে তৃণমূল বিধায়কের বাড়িতে হঠাৎ CBI হানা! চলছে জিজ্ঞাসাবাদ
সেই কৌশিকের সূত্র ধরেই নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের দিনেই তৃণমূল বিধায়কের বাড়িতেশুক্রবার দুপুরে হানা দেয় CBI আধিকারিকরা। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এমনকি CBI আধিকারিকরা বাড়িতে ঢোকার সময় বেশ কিছু তৃণমূল নেতাও বাড়িতে আটকে পড়েন বলে জানা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *