TMC BJP Clash : BJP-র বৈঠক চলাকালীন তৃণমূলের হামলার অভিযোগ তুফানগঞ্জে! জখম বুথ সভাপতি – cooch behar tmc allegedly attacked bjp during meeting


Cooch Behar News : রাজনৈতিক হানাহানি ও কোচবিহার জেলা, দুটি যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বহুদিন ধরেই রাজনৈতিক হিংসার জন্য শিরোনামে থাকছে জেলা। এর তীব্রতা বৃদ্ধি পেয়েছে বিগত কয়েক বছরে BJP নিজের সংগঠন বানিয়ে ফেলায়। এর ফলে বারবার অশান্তিতে জড়িয়ে পড়ছে শাসক তৃণমূল ও বিরোধী দল BJP। সেই ধারা বজায় রেখেই এবার তুফানগঞ্জে ঝামেলায় জড়াল দুই পক্ষ।

TMC Conflict : জেলা কমিটি ঘোষণার পরই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! মারামারিতে জখম ৩ কর্মী
BJP-র খুলি বৈঠক চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আলু ধোয়া এলাকায়। গতকাল বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খুলি বৈঠকের আয়োজন করা হয় BJP-র তরফে। অভিযোগ, সেই সময় অতর্কিতভাবে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ৮/১০০ নং বুথের বুথ সভাপতি রবীন্দ্র কর্জিকে তুলে আছাড় মারার অভিযোগ ওঠে। ঘটনায় গুরুতর আহত হন BJP-র বুথ সভাপতি।

Cooch Behar News : তৃণমূলের ভয়ে BJP-র কেন্দ্রীয় মন্ত্রীকে এলাকায় ঢুকতে বাধা, অবাক কাণ্ড তুফানগঞ্জে
দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। বর্তমানে তিনি তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে BJP-র তরফে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা যায়। স্থানীয় এক BJP কর্মী এই বিষয়ে বলেন, “আমরা বৈঠক করছিলাম, সেই সময় আচমকাই হামলা চালায় তৃণমূলের দলবল।

Balurghat BJP : দণ্ডি কেটে তৃণমূলে যোগদানের ঘটনায় বিক্ষোভ BJP-র, সোমবার যাচ্ছেন সুকান্ত-দিলীপ
রবীন্দ্রবাবুকে তখন তুলে নিয়ে নিচে আছাড় মেরে দেয়। মারাত্মক চোট লাগে ওনার। আমরা তাড়াতাড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এই বিষয়ে আমরা জেলা নেতৃত্বকে সব জানিয়েছি”। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃনমূলের কোচবিহার জেলার মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, “এই অভিযোগ ভিত্তিহীন। BJP-র গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।

Cooch Behar TMC : তৃণমূলের কমিটিতে গুরুত্ব পেলেন উদয়ন-রবীন্দ্রনাথ তনয়রা, ‘পরিবারতন্ত্র’ নিয়ে খোঁচা BJP-র
আমাদের কোনও কর্মী এই ঘটনায় যুক্ত নন। ভোটের আগে BJP প্রচার পাওয়ার জন্য আমাদের নামে অভিযোগ করছে”। এই ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে জেলায় খুলি বৈঠকের ওপর জোর দিয়েছে BJP। এই বৈঠকে ৮ থেকে ১০ জন কে নিয়ে সংগঠন বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

সাধারণত ছোট হয়ে থাকে এই বৈঠক। এই বৈঠকের কোনও প্রচার করা হয়না। সদস্য সংগ্রহের কাজও চলে এই বৈঠক থেকে। এমনই এক বৈঠক করছিলেন BJP নেতা কর্মীরা। ঠিক সেই সময়েই খবর পেয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ তোলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *