সব্যসাচী বাগচী
প্রচন্ড গরম ও প্যাচপ্যাচে গরমকে উপেক্ষা করে তখন মোহনবাগান ক্লাবের (Mohun Bagan) সামনে ব্যাপক ভিড়। সময়ের পাক্কা তিনি। ঘড়ি ধরে ঠিক ৭:৪৫ মিনিটে ক্লাব তাঁবুর সামনে পা রাখলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। চিত্র সাংবাদিকদের হুড়োহুড়িকে খুব চেনা কড়া ডিফেন্স সামলে সানির হাত দিয়ে হল সবুজ-মেরুনের আইকনিক ‘চুনী গোস্বামী গেট’-এর (Chuni Goswami Gate) উদ্বোধন। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী বাবুল সুপ্রিয়, বাগান সভাপতি স্বপনসাধন বোস-সহ অন্য ক্লাবকর্তারা। হাজির হয়েছিলেন প্রয়াত কিংবদন্তি চুনীর স্ত্রী বাসন্তী গোস্বামীও। কিন্তু এরপরেই অনুষ্ঠানের তাল সামান্য হলেও কাটবে সেটা কে জানত! আর তাল কাটল খোদ ‘লিটল মাস্টার’-এর জন্যই। কারণ, প্রয়াত চুনী গোস্বামীর (Chuni Goswami) ক্রিকেটীয় স্মৃতিচারণ করতে গিয়ে ম্যাচের সময়কাল ও ম্যাচকে গুলিয়ে ফেললেন কিংবদন্তি সিনিয়র গাভাসকর।
ক্লাব সচিব দেবাশিষ দত্তের হাত থেকে রসগোল্লার হাঁড়ি ও বিশেষ স্মারক দিয়ে সংবর্ধিত হওয়ার পর মাইক ধরলেন সানি। আর এরপরেই ছন্দপতন। গাভাসকর বলেন, “চুনী গোস্বামীকে আমি এবং আমার সমসাময়িকরা ‘চুনী দা’ বলেই ডাকত। আমার কাছে পরম সৌভাগ্যের ব্যাপার। আমার ওঁর বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনাল খেলার সুযোগ হয়েছিল। তবে এত বছর একটা স্বীকারোক্তি করছি। রঞ্জি ফাইনালে চুনী দা ৯৬ রানে ব্যাট করার সময় স্লিপে দাঁড়িয়ে আমি একটা ক্যাচ নিয়েছিলাম। কিন্তু সেটা ক্যাচ ছিল না। আমার হাতে বেশ কিছুটা আগে বল মাটিতে পড়ে যায়। তবে এতে আমার হাতে সেই বল জমা হতে অসুবিধা হয়নি। ঠিক এমন সময় গালি অঞ্চল থেকে এক সিনিয়র ক্রিকেটার এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। এবং বললেন ‘প্লিজ কিছু বলো না। চুনী খুব ভালো ব্যাট করছিল।”
দীর্ঘ ৫২ বছর পর গাভাসকরের মুখ থেকে এমন কথা বের হতেই তখন সবুজ-মেরুন তাঁবুতে হাততালির ঝড় উঠে গেল। কিন্তু এরপরেও প্রশ্ন থেকেই যায়। কারণ, ৭২ বছরের সানি ভুল তথ্য পরিবেশন করেছিলেন। তথ্য বলছে ১৯৬৮-৬৯ মরসুমের পর ১৯৭১-৭২ মরসুমের রঞ্জি ট্রফির ফাইনালে তৎকালীন বোম্বের মুখোমুখি হয়েছিল বাংলা। প্রথমবার বোম্বের বিরুদ্ধে মেগা ফাইনালের চুনী প্রথম ইনিংসে ৯৬ রান করেছিলেন। সেবার পাই-এর বলে তাঁর ক্যাচ নিয়েছিলেন সদ্য প্রয়াত সুধীর নায়েক। দ্বিতীয় ইনিংসে চুনীর ব্যাট থেকে এসেছিল ৮৪ রান। সেই ইনিংসে তাঁকে বোল্ড করেন মিলিন্দ রেগে। পাঠকদের জানিয়ে রাখা ভালো যে, সেই ম্যাচের প্রথম একাদশে সুনীল গাভাসকরকে রাখাই হয়নি। ফলে তাঁর ক্যাচ ধরার প্রশ্নই ওঠে না।
আরও পড়ুন: ATK Mohun Bagan: বারপুজোর আগের রাতে ৩ গোল দিয়ে বাগানকে তছনছ করল জামেশদপুর
আরও পড়ুন: Cristiano Ronaldo: জিনেদিন জিদান না জোস মোরিনহো, আল নাসেরের কোচ হিসেবে রোনাল্ডোর পছন্দ কে?
এই প্রতিবেদনে আরও একটি তথ্য জানিয়ে রাখা ভালো। ১৯৭১-৭২ মরসুমের রঞ্জি ফাইনালের দুই ইনিংসে চুনীর রান ছিল যথাক্রমে 0 ও ৫। দু’বারই তাঁকে আউট করে মিলিন্দ রেগে। এরমধ্যে প্রথম ইনিংসে প্রয়াত বঙ্গ অধিনায়কের ক্যাচ ধরেছিলেন সানি। ফলে বেশ বোঝা যাচ্ছে, সম্ভবত বয়সের ভারে সানি নিজের অজান্তেই ভুল তথ্য পরিবেশন করে ফেলেছেন।
অনুষ্ঠান শুরু হতেই মোহনবাগানের সভাপতি টুটু বোস তাঁর পাশে বসে থাকা সানিকে উদ্দেশে করে বলে ওঠেন ‘বোম্বের ব্র্যাডম্যান’। সেই প্রসঙ্গে একটি মজার ঘটনা উল্লেখ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বললেন, “একবার বিশ্ব একাদশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রদর্শনী ম্যাচ ছিল। সেইজন্য আমাদের আয়াডেলিয়েড বিমানবন্দরে তিনি রিসিভ করতে এসেছিলেন। সেই সময় আমার ঠিক পাশেই ছিল জাহির আব্বাস। আমাদের দু’জনের দিকে স্যর ডন বলে ওঠেন, ‘আমার ডানদিকে বোম্বের ব্র্যাডম্যান। বাঁদিকে করাচির ব্র্যাডম্যান। আর মাঝে আমি আসল ব্র্যাডম্যান।”
সানির এমন মজার মন্তব্য শুনে সবাই হাসলেও, আসল সময় কিন্তু তাঁর অনিচ্ছাকৃত ভুলের জন্য অনুষ্ঠানের তাল কিছুক্ষণের জন্য হলেও কেটে গেল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)