Corona Cases West Bengal : দেশে পার ১১০০০, করোনায় সেঞ্চুরির মুখে বাংলা – corona cases reach 100 in west bengal


এই সময়:চলতি সপ্তাহের পঞ্চম দিনেও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান বলছে, একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত ১১,১০৯ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জন করোনা রোগীর। ২৩৬ দিনের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সাক্ষী দেশ। চিন্তা বাড়াচ্ছে বাংলার করোনা-চিত্রও।

Covid Cases In West Bengal : দেশে ১০ হাজার পার, বঙ্গেও বাড়ছে করোনা
২২ অক্টোবরের পর এই প্রথমবার পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছুঁইছুঁই। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯২ জন। প্রথমে মনে করা হয়েছিল, মরশুম বদলের সময়ে সর্দি-কাশি, জ্বরের উপসর্গ বাড়ছে বলে টেস্টিং হচ্ছে বেশি, ফলে করোনা আক্রান্তের কেস অনেক বেশি প্রকাশ্যে আসছে।

Covid Update West Bengal : সংখ্যায় কম, তবে বঙ্গেও করোনা বাড়ছে লাফিয়ে!
কিন্তু শুক্রবার বাংলার তথ্য বলছে, টেস্টের সংখ্যা সে ভাবে বাড়েনি। বেড়েছে পজিটিভিটি রেট। পশ্চিমবঙ্গে দৈনিক করোনা পজিটিভিটি রেট ৭.৮৬ শতাংশ, অর্থাৎ প্রায় ৮ শতাংশের কাছাকাছি। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, করোনার এই নয়া সংক্রমণের নেপথ্যে রয়েছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.১৬ স্ট্রেন। ‘আর্কটুরাস’ নামে পরিচিত এই স্ট্রেন অতি সংক্রামক বলে জানা গিয়েছে।

Corona Death : মহারাষ্ট্রে ৯, বঙ্গেও ফের মত্যু করোনায়
পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকর্তাদের অনুমান, করোনা সংক্রমণের এই দফায় দৈনিক আক্রান্তের সংখ্যা শ’পাঁচেক ছুঁতে পারে। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, ‘আর্কটুরাস’ মারাত্মক সংক্রামক হলেও তাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বেশ কম। বাংলায় এখন করোনার অ্যাক্টিভ রোগী ৪৯০ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *