Delhi To Bagdogra Flight : বাগডোগরা আসার পথে বিপত্তি, ২০০ যাত্রী নিয়ে ইন্ডিগো বিমানের এমারজেন্সি ল্যান্ডিং – indigo flight towards bagdogra returns to delhi after technical glitch found


২০০ যাত্রী নিয়ে দিল্লি থেকে বাগডোগরা (Bagdogra Airport) অভিমুখে আসছিল একটি ইন্ডিগো বিমান। আচমকাই মাঝ আকাশে ঘটে বিপত্তি। যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়ে অবিলম্বে নিকটবর্তী ATC-র সঙ্গে যোগাযোগ করেন পাইলট। কোনওরকম ঝুঁকি না নিয়ে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে শনিবার। এমারজেন্সি ল্যান্ডিংয়ের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে না পারায় ক্ষুব্ধ হন যাত্রীরা।

Kolkata Airport : মাঝ আকাশে বিপত্তি, তড়িঘড়ি কলকাতায় নামল আরব বিমান

কেন দিল্লি ফিরল বাগডোগরামুখী বিমান?

ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে।২০০ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেয় একটি ইন্ডিগো বিমান। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ করেন পাইলট। সঙ্গে সঙ্গে খবর দেন এয়ার ট্রাফিক কন্ট্রোলে। তড়িঘড়ি বিমানটিকে ফিরিয়ে আনা হয় দিল্লিতে। ইন্ডিগোর এই যাত্রীবাহী বিমানটির এমারজেন্সি ল্যান্ডিং হলেও উড়ান সংস্থার দাবি, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Air India Flight Incident : মাঝ আকাশে বিমানসেবিকার হাত ধরে টানাটানি! ফিরল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান
এরপর বিমানটিকে নিরাপদে দিল্লি বিমানবন্দরে নামানো হয়। যাত্রীরাও সকলে সুরক্ষিত বলে জানিয়েছে উড়ান সংস্থা। ইন্ডিগোর তরফে ওই যাত্রীদের জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। ২০০ যাত্রীকে নিয়ে এরপর বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেয় বিকল্প ইন্ডিগো বিমান। যদিও এই হয়রানির জন্য উড়ান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা।

এদিকে, শনিবার সকালেই কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) এক বিমানের জরুরি অবতরণ (Emergency Landing) হয়। জানা যায়, এদিন সৌদি আরব এয়ারলাইন্সের (Saudi Arab Airlines) একটি কার্গো বিমানের এমারজেন্সি ল্যান্ডিং হয় দমদম বিমানবন্দরে। বিমানটির কাচে চিড় দেখা যায়। ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে পাইলট সরাসরি ATC-তে যোগাযোগ করেন। নিকটবর্তী বিমানবন্দর হিসেবে কলকাতাতেই বিমানটিকে নামানোর অনুমতি দেওয়া হয়।

Indigo Flight Cockroach : চিকেন ম্যাগি-কাজুবাদামের উপর আরশোলা! ইন্ডিগো বিমানে ভয়ংকর অভিজ্ঞতা যাত্রীর
সৌদি আরব এয়ারলাইন্সের এই কার্গো বিমানটি হংকংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু, মাঝ আকাশেই ঘটে বিপত্তি। বেলা ১২টা বেজে ২ মিনিটে সেটিকে কলকাতা বিমানবন্দরে নিরাপদে নামানো হয়। কিছুক্ষণ পর সম্পূর্ণ জরুরি অবস্থা তুলে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটিতে চারজন ক্রু সদস্য ছিলেন।

IndiGo Flight : মত্ত অবস্থায় বিমানের এমার্জেন্সি দরজা খোলার চেষ্টা, মাঝ আকাশে মাতাল বিমানযাত্রীর আজব কাণ্ড!
একইভাবে ফেব্রুয়ারি মাসেও ঠিক একইভাবে মাঝ আকাশ থেকে তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নামানো হয় ব্যাংককগামী (Bangkok) একটি স্পাইসজেটের বিমানকে (Spicejet Flight)। টেক অফের পরই পাইলটের নজরে আসে বিমানের বাঁ দিকে ইঞ্জিনের একটি ব্লেড ভাঙা। বিপদের আশঙ্কা করে বিমানের পাইলট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত সম্পূর্ণ এমারজেন্সি ঘোষণার কথা জানান তিনি। এরপরই স্পাইসজেটের ওই যাত্রীবাহী বিমানটির এমারজেন্সি ল্যান্ডিং করানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *