Kolkata Weather Update : ৪০ ডিগ্রি ছাড়াল কলকাতার তাপমাত্রা, আরও ৪ দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস – west bengal to witness heat wave like condition in next 4 days no possibility of rainfall


West Bengal Weather Update নববর্ষের দিন সামান্যতম বদল হল না আবহাওয়ার মতি-গতি। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। আগামী বুধবার অর্থাৎ ১৯ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে এই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সম্প্রতি কি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা রয়েছে? এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, “আপাতত আমাদের কাছে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই।”

Heat Wave in West Bengal : ৪০ ডিগ্রি পার করবে কলকাতার তাপমাত্রা! আগামী ৪ দিন বাংলায় তাপপ্রবাহের সতর্কতানববর্ষে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আজ বহু বাড়িতে পুজো হয়। বহু দোকানে হালখাতা-র পুজো হয়। কিন্তু, বাইরে বার হওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে রোদ। শনিবার কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি থাকতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৪ শতাংশ এবং সর্বনিম্ন ২৫ শতাংশ।

Weather Forecast : ৭ বছরে উষ্ণতম এপ্রিল, আরও গরম পড়ার সম্ভাবনা
কেমন থাকবেদক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বাড়বে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দুপুরের সময় অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে বার না হওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, বাইরে বার হলে সুতির হালকা রংয়ের পোশাক পরা বাঞ্ছনীয়, জল খেতে হবে বেশি করে। শিশু বা প্রবীণদের দুপুরে রোদের সময় বাইরে বার না হওয়াই ভালো।

West Bengal Weather Update : চরম গরমে নাভিশ্বাস, স্বস্তির বৃষ্টি কবে?
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের মতো সেখানেও আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

কেন হঠাৎ গরমের দাপট?
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রাজ্যে উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া প্রবেশ করছে। একইসঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প অনেক কম পরিমাণে প্রবেশ করছে। ফলে অস্বস্তি বাড়ছে।

Summer Temperature : আরও বাড়বে গরম, শনিবার পর্যন্ত রাজ্যে অমিল স্বস্তির বৃষ্টি
কবে বৃষ্টিপাত?

রাজ্যে কবে বৃষ্টি হবে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কবে কালবৈশাখী নামতে পারে, সেই বিষয়েও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আগামী সপ্তাহের প্রথম তিনদিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ। তাপমাত্রার পারদও থাকবে ঊর্ধ্বমুখী, এমনটাই জানাচ্ছেন আবাহওয়াবিদরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *