Purulia News : চুরি ঘিরে ধুন্ধুমার, মালিক কে? প্রমাণ দিল গোরুই – two purulia jhalda man allegedly tries to steal a cow


গোরুপাচার নিয়ে যখন গোটা রাজ্য জুড়ে চর্চা চলছে, তখন পুরুলিয়া জেলা থেকে অন্য ধরনের একটি ঘটনা সামনে এসেছে। এই ঘটনার মুখ্য চরিত্রে গোরু। পুরুলিয়া জেলার ঝালদাতে মহা বিপদে পড়ল দুই গোরু চোর। গৃহস্থ বাড়ি থেকে গোরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তাঁরা। এই গোটা ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

গোরু চুরি করতে গিয়ে ধরা পড়ার পর উত্তেজিত জনতা তাঁদের আটকে রাখে। পর খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ। তাঁরা গিয়ে অভিযুক্তদের উদ্ধার করে নিয়ে আসে।

Sukanya Mondal : হাতে নতুন তথ্য! ফের সুকন্যাকে দিল্লিতে তলব ED-র
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝালদার চাটানিপাড়া এলাকার বাসিন্দা অমিত সেন নাম এক ব্যক্তি বাড়ির বাইরে তাঁর গরুটি বেঁধে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর তিনি দেখেন যে তাঁর গোরুটি সেখানে নেই।

এবার কী করবেন তখন ভেবে কুলকিনারা করতে পারছিলেন না অমিতবাবু। তখন হঠাৎ করেই রাস্তার উপর তাঁর নজর যায়। তিনি তখন দেখেন দু’জন লোক গরুটিকে প্রাণপণে একটি এসি ভ্যানে তোলার চেষ্টা করছে। তাঁরা গোরুটিকে কোথায় নিয়ে যাচ্ছেন প্রশ্ন করতেই ওই দুই ব্যক্তি বলে গোরুটিকে কিনে নেওয়া হয়েছে। একথা শুনে চটে যান গোরু মালিক।

Bangladesh Trending News : স্বামী তালাক দেওয়ায় প্রতিশোধ, শ্বশুরবাড়ির গোরু-ছাগল নিয়ে চম্পট স্ত্রী!
ওই দুই ব্যক্তির সঙ্গে অমিতের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হয়ে যান। স্থানীয়দের হস্তক্ষেপে সিদ্ধান্ত হয় গোরুটির বাঁধন খুলে দিতে হবে। গোরুটি যদি অমিত বাবুর বাড়ি ঢুকে যায় তাহলে সেটি তাঁর, অন্যথায় তিনি গোরু নিয়ে যেতে দেবেন।

এই কথা শুনে দৃশ্যতই চাপে পড়ে যায় ওই দুই ব্যক্তি। আর এদিকে দড়ি খুলতেই গোরু সটান ঢুকে পড়ে নিজের মালিকের বাড়িতে। তখন স্থানীয় জনতা ওই দুই ব্যক্তি কে চেপে ধরেন। তাঁরা সকলেই জানতে চান কী উদ্দেশ্যে গোরুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল? কোনও সদুত্তর দিতে না পারায় তাঁদের বেঁধে রাখা হয়। খবর যায় ঝালদা থানার পুলিশে। পুলিশ এসে তাঁদের আটক করে সেখান থেকে নিয়ে যায়।

Rudranil Ghosh : ‘গোরুদের কারও পাতের মাংস হতে হবে না’, বীরভূমে দাঁড়িয়ে অনুব্রতকে ‘কাব্যিক’ নিশানা রুদ্রনীলের
গোরু পাচার রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। ইতিমধ্যে ইডি-সিবিআইয়ের মতো সংস্থায় গোরু পাচারের তদন্তে নেমেছে। অনুব্রত মণ্ডল সহ একাধিক প্রভাবশালীকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে বীরভূমের তৃণমূল নেতা দিল্লির তিহাড় জেলে বন্দি। সেখানে পুরুলিয়ার গোরু চুরির এই ঘটনার কথা শুনি অনেকেই মুচকি হেসে বলছেন, ‘গোরু তুমি কার!’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *