Siliguri News : ভাইকে চাকু মেরেই আত্মঘাতী দাদা! পয়লা বৈশাখে শিলিগুড়িতে বিষাদের ছায়া – man allegedly stabbed his brother and takes himself in siliguri municipal area


West Bengal News : বাংলা বছরের প্রথম দিন মর্মান্তিক ঘটনা ঘটল শিলিগুড়িতে। সম্পত্তি নিয়ে বিবাদের ঘটনায় ভাইকে চাকু মেরে আত্মঘাতী হল দাদা। ঘটনা ঘিরে শিলিগুড়ি পুরসভা এলাকায় ৪৪ নম্বর ওয়ার্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে ৪৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাচক্র কলোনিতে এই ঘটনাটি ঘটেছে। ভাইকে চাকু দিয়ে আক্রমণের পরেই ভুল বুঝতে পারেন দাদা। তখনই তিনি আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত ভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।Howrah News : উলুবেড়িয়া রেল লাইনের ধার থেকে উদ্ধার যুবকের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, বিদ্যাচক্র কলোনির বাসিন্দা টোটোন ঘোষ ও সুজিত ঘোষের মধ্যে বেশ কয়েকদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। মাঝেমধ্যেই এনিয়ে তাঁদের মধ্যে ঝামেলা চলতো। শনিবার পয়লা বৈশাখের সকালে সেই বিবাদ চরম আকার ধারণ করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝামেলা চলাকালীন ভাই সুজিতের উপর চাকু দিয়ে হামলা করে দাদা টোটন ঘোষ। হামলায় গুরুতর জখম হয় সুজিত ঘোষ।

এরপরই একটি ঘরে গিয়ে আত্মঘাতী হয় টোটন ঘোষ নামে ওই যুবক।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ। বাড়ির একটি ঘর থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। চাকুর হামলার জখম সুজিত ঘোষকে উদ্ধার করে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। টোটন ঘোষের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Cooch Behar Mystery : পরনে ব্রা, ঠোঁটে লিপস্টিক! বাড়ি ফিরে স্বামীর করুণ পরিণতি দেখে চিৎকার স্ত্রীর
পয়লা বৈশাখের সকালে এধরনের ঘটনায় রীতিমতো অবাক এলাকালবাসীরা। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ প্রসঙ্গে খোকন সাহা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। বাড়িতে মাঝে মধ্যেই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতাম। তবে এই ধরনের ঘটনা যে ঘটতে পারে তা কখনও স্বপ্নেও কল্পনা করতে পারিনি। নববর্ষের প্রথম দিনে এমন ঘটনা ঘটল আমরা এখনও বিশ্বাসই করতে পারছি না।”

Bankura Crime News : মদ্যপ অবস্থায় রড-বল্লম স্ত্রীকে খুনের চেষ্টা! শেষে উদ্ধার হল স্বামীর দেহ
অন্যদিকে ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। সম্পত্তিজনিত বিবাদ ছাড়াও এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। ওই ব্যক্তি আত্মঙঘাতী হয়েছে না অন্য কোনও কিছু ঘটেছে, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর জানা যাবে বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *